স্বাধীনতা স্বপ্নে এসো,
আমাকে মুক্ত করে দিয়ে যাও !
স্বাধীন দেশে এখনো আমি পরাধীন,
আমি মুখ খুলে কথা বলতে পারিনা l
ওরা আমার মুখে তালা দিয়ে রাখে,
আমার কথাকে বদলে দিয়ে,
ওরা নির্লজ্জের মত মুচকি হাসে !
আমার চলার পথ রুদ্ধ করে l
আমার বেঁচে থাকার স্বাধীনতা কেড়ে নেয় !


স্বাধীনতা ওরা আমার সিদ্ধান্তকে পাল্টে দিতে,
নোংরামিতে মেতে উঠে !
আমার রায়কে রাতের আঁধারে উল্টে দিয়ে,
গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে !
স্বাধীনতা আমার মতামত আজও,
এই স্বাধীন মাতৃভূমিতে উপেক্ষিত l


স্বাধীনতার ৪৯ বছর পরও,
বাকশালীরা আবারো বাকশাল-
কায়েম করতে অপচেষ্টা চালায় l
দিনকে রাত তালকে তিল করে,
নিয়ে আসে জনতার মেলায় l
আর জনগণ পেয়েছি পেয়েছি বলে-
যাচাই বাছাই না করে,সত্য মিথ্যা না জেনে, চক্রান্তকারীদের পিছনে-পিছনে দৌড়ায় !


স্বাধীনতা আমি এখনো,
মিথ্যে মামলার বেড়াজালে বন্ধি !
গত ২৯টি বছর ওরা আমাকে,
মামলা দিয়ে সামাল দেয় !
এই মামলার কার্যক্রম কখনো থেমে থাকে,
আবার প্রয়োজনে সচল হয় !
রায় সন্নিকটে এলে বিচারক বদল হয়,
স্বাধীনতা এই হলো আমার স্বাধীন দেশের স্বাধীন বিচারালয় !!!


রচনাকাল ১৬/০৪/ ২০১৯ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক l
————————————————--------------------


বিঃ দ্রঃ- পল্লীবন্ধু জীবিত থাকা অবস্থায় কবিতাটি লিখেছিলাম প্রকাশ করা হয়নি,আজ হঠাৎ চোখে পড়লো তাই আপনাদের জন্য প্রকাশ করিলাম l