দূরে যেওনা এই দুনিয়ায় আঁধার নেমে এলে !
ভুলে যেওনা হিমালয়ে বরফ গলে গেলে !
কাছে থাকবে কি আমি পঙ্গু হলে ?
পাশে থাকবে কি আবার জীবন ফিরে পেলে ?


খাল-বিল হাতিরঝিল
তোমার আমার মাঝে নেইতো অমিল
দুই হৃদয়ে হলো মিল
সব কিছু মনে হয় স্বপ্নের স্বপ্নিল
তুমি রবে কি ঘুম ভেঙ্গে স্বপ্ন বিলীন হলে ?
দূরে যেওনা এই দুনিয়ায় আঁধার নেমে এলে !
ভুলে যেওনা হিমালয়ে বরফ গলে গেলে !


আনন্দ-অনাবিল বেদনার রঙ নীল
উড়ে গিয়ে হবো শীতের গাংচিল
যখনি আসবে ঝড়ো হাওয়া
দুজন মিলে ঘরের দরজায় দিবো খিল
তুমি থাকবে কি আশার আলো নিভে গেলে ?
দূরে যেওনা এই দুনিয়ায় আঁধার নেমে এলে !
ভুলে যেওনা হিমালয়ে বরফ গলে গেলে !


রচনাকাল ১৫/১১/২০১৭ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
----------------------------------------