দেশে আইনের শাসন নেই বললেই চলে,
হত্যা,গুম,রাহাজানি ধর্ষণের মহামারী !
লুটপাট,দুর্নীতি,ভাগা-ভাগি,কামড়া-কামড়ি,
প্রতিদিন খবরের কাগজের খবর-
অন্তত তাই বলে l


যে দিকে দেখি সর্বত্র অশান্তি,
পরস্পর শ্রদ্ধাবোধের লেশ মাত্র নেই !
মামলা-হামলা,খুনাখুনী,হানাহানি,
চারিদিকে কানাকানি l
ওহে কর্তা ব্যক্তিরা,ওহে নেতা,নেত্রীরা,
তোমাদের দোষ কি-
এই সব,সাধারণ মানুষের নিত্য দিনের সঙ্গী হলে ?
প্রতিদিন খবরের কাগজের খবর-
অন্তত তাই বলে l


গণতন্ত্রের নমুনা যদি এই হয়,
হে গণতন্ত্র বিদায় তোমায় বিদায় !
আর এসোনা দীর্ঘ পাঁচ বছর বিরতি নিয়ে,
আর যেওনা আমার বাড়ির সামনে দিয়ে l
আমরা আর আস্থা রাখতে পারছিনা,
তোমাদের অভিনব চোখের লোনাজলে l
প্রতিদিন খবরের কাগজের খবর-
অন্তত তাই বলে l


তুমি আসবে নতুন আসার আলো নিয়ে,
ভোট ভিক্ষা চাইবে আমার বুকে বুক মিলিয়ে l
নির্বাচিত হয়ে কর খাম্বা চুরি,
জনগণকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে পড়াও চুড়ি l
নিজে আবার এতিম সেজে,
এতিমের টাকা খাও মেরে l
ক্ষমতাসীন ক্ষমতাবানরা পার পেয়ে যাও,
ছলে বলে  কুট কৌশলে l
প্রতিদিন খবরের কাগজের খবর-
অন্তত তাই বলে l


রচনাকাল ২০/০৭/২০১৮ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক l
———————————————————————————