তুমি মহান আল্লাহর আশির্বাদ,
তুমি জনতার পল্লীবন্ধু
হুসেইন মুহম্মদ এরশাদ ৷
এই বাংলার মুক্তিকামী মানুষের-
মুক্তির দিশারী
অবহেলিত মানুষের সস্তির নিশ্বাস
শ্রমজীবিদের অর্জিত অধিকার
তুমি জনতার প্রাণ
চমকিত সাবেক এক রাষ্ট্রপ্রধান ৷


তুমি ছায়া দিয়ে শীতল রাখো
কৃষক শ্রমিকের খেঁটে চলা পোড়া দেহ
নির্ভিগ্নে কেটে যায় চৈত্র মাসের খরা
তোমার মন সর্বদা উদারতায় ভরা
তুমি কান্না থামিয়ে হাসতে পারো
হাসাতে পারো
আবার দুঃখ কে জয় করে
সুখের সাগরে ভাসতে পারো
ভাসাতে পারো
শত প্রতিকূলতায় নয়ন খুলে তাকাতে বল
শক্তি যোগাও পথ চলতে,
পিচ্ছিল পথ পাড়ি দিতে হবে
সাহস নিয়ে এগিয়ে আস
সত্যি তুমি জনতার পল্লীবন্ধু এরশাদ
মহান আল্লাহর আশির্বাদ ৷


তুমি মুল্য দাও শ্রমিকের
সর্বদা পাশে থাক শ্রমজীবি মানুষের
আপদে-বিপদে কষ্টে দুর্বিসহ জীবনে
অনাকাঙ্খিত দুর্যোগে বন্যার প্লাবনে
ক্ষুদার্ত মানুষের বস্তিতে
রানা প্লাজার আহত নিহত কর্মীদের
হাত বাড়িয়েছ দিয়েছ দু-হাত ভরে,
কোমর উদ্দিন কৃষকের আহাজারী
এখনো তোমাকে ব্যাথিত করে
কবিতায় স্মরণ কর তার স্মৃতি অকপটে
সত্যি তুমি জনতার পল্লীবন্ধু এরশাদ
মহান আল্লাহর আশির্বাদ ৷


রচনাকাল ০২/০৫/২০১৬ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
-------------------------------------------------