করোনা ভাইরাস অভিশাপ নয়,
আশীর্বাদও বটে l
এই ভাইরাসের কালো থাবায়,
যদিও অনেক মানুষের প্রাণ হানিও ঘটে l
করোনা যেমন বিশ্ব ব্যাপী এক আতঙ্কের নাম,
পাশা পাশি অর্জিত হয়েছে বহু ঐতিহাসিক সুনাম l
করোনা এনেছে মানুষে-মানুষে মানবতা ফিরিয়ে,
মানুষকে স্রষ্টার দিকে ধাবিত করেছে-
নৈতিকতাহীন মানুষকে মনুষত্ব কি ? দিচ্ছে শিখিয়ে l
কি অবাক কান্ড ! বিশ্ব ব্যাপী পতিতালয়,
ক্যাসিনো একেবারে বন্ধ l
গানের আসর আজ স্বপ্নেও মিলেনা,
মদ খেয়ে মাতলামি ধর্ষণ রাহাজানি-
গত কিছু দিন থেকে একটাও ছিলোনা !
করোনার তান্ডবে কাজ কর্ম ছেড়ে দিয়ে,
পরিবার পরিজন সবাই আজ ঘর মুখী l
শতাব্দীর ব্যস্ততা এক নিমিষে হলো শেষ,
আতঙ্কে থেকেও স্বামী-স্ত্রী সবাই সুখী l
ব্যাস্ত শহর গুলো একদম ফাঁকা,
চারিদিকে নেই কোন কোলাহল l
অশ্লীল আচরণ বন্ধ হয়েছে,
ভালবাসা ঘরে-ঘরে করছে জলমল l
এখনি সময় আমাদের ঘরে সময় কাটানো,
এই সময়ে যাবেনা বাহিরে ঘুরে বেড়ানো l
স্ত্রী সন্তান নিয়ে ঘরের ভিতর জীবন যাপন কর
করোনায় আক্রান্ত হয়ে যদিও তুমি মর
ভয় কিসের তোমার শহীদি মরণ হবে
এই উছিলায় মৃত বেক্তিরা জান্নাত পাবে সবে  l


রচনাকাল  ২১ই মার্চ ২০২০ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক l
-----------------------------------------------