ওরে ভাই বাড়িওলা একটু মানবিক হও,
তুমি আজ যে বাড়ির মালিক বনে আছো !
আসলে সেই বাড়ি তোমার আসল বাড়ি নও,
ওরে ভাই বাড়িওলা একটু মানবিক হও।


তুমি কি দেখোনা সারা বিশ্বে-
করোনার তান্ডব !
একটুও কি মনে ভয় আসেনা-
ওরে ভাই পাষণ্ড !
আপন জন হারিয়ে কেঁদে চলছে,
করছে আহাজারি !
আর কত দিন বাঁচবে তুমি ?
একদিন গাড়ি-বাড়ি সবই ছেড়ে যাবি !
কিসের এতো মালিকানা কিসের বাহাদুরি,
খালি হাতে যেতে হবে-
অন্ধকার কবরে সেই দিন থাকবে না খবরদারি !
এখনো হাতে সময় আছে...........
তওবা করে আল্লাহর দরবারে-
ক্ষমা চেয়ে লও,
ওরে ভাই বাড়িওলা একটু মানবিক হও।


তুমি যদি আজ দয়া পূর্বক,
মাফ করে দাও বাড়ির ভাড়া ।
আল্লাহর কাছে তুমি হবে দয়াবান,
নিশ্চিত তুমি পাবে সাড়া ।
করোনার আবির্ভাব এসেছে জমিনে,
হতে পারে পরীক্ষা সকল মমিনের ।
এখনো হাতে সময় আছে.........
দেরি না করে ভুলের জন্য-
আল্লাহর দরবারে দু-হাত তুলে কও,
ওরে ভাই বাড়িওলা একটু মানবিক হও ।


রচনাকাল ০৫ জুলাই ২০২০ ইং
ব্রুকলিন, নিউ ইয়র্ক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~