আমি একজন নগন্য মানবতার ফেরিওয়ালা,
আমার কাছে আল্লাহ প্রদত্ত শান্তি আছে-
বিলিয়ে দিতে চাই তোমাদের মাঝে l
প্রয়োজনে তোমাদের ঘরে-ঘরে যাবো,
শান্তির বার্তা নিয়ে l
তোমাদের হাতে হাত রাখবো,
পরিবর্তনের শপথ বুকে ধারণ করে l
তোমাদের কণ্ঠে কণ্ঠ রেখে আওয়াজ তুলবো,
শান্তির জন্য পরিবর্তনের l


সুখ সমৃদ্ধ শক্তিশালী,
নতুন বাংলা উপহার দিবো l
শান্তির সুবাতাস পেয়ে,
তোমরা বিমোহিত হবে l
যে খানে থাকবেনা,
হরতাল,অবরোধ,গুম,খুন-
থাকবেনা জ্বালাও,পোড়াও কর্মসূচি l
আমার স্বপ্নে দেখা নতুন বাংলায়,
থাকবেনা দুর্নীতি,দুঃশাসন স্বজন প্রীতি l
ফিরিয়ে আনবো যদি সুযোগ পাই পূনরায়,
তোমার আমার আমাদের-
কাঙ্খিত সেই সুশাসন l
শান্তির স্বপক্ষের শক্তি দ্বারা,
কেউ ক্ষতিগ্রস্ত হবেনা l
নিরাপত্তাজনিত কারণে কেউ মরবেনা,
পিষ্ট হবেনা রাস্তায় এখনকার নেয় গাড়ি চাপায় l
বৈষম্য থাকবেনা গ্রাম-গঞ্জ থেকে শহরে-বন্দরে,
কোটা প্রথায় আসবে অভাবনীয় পরিবর্তন l
মামা খালুর তদবির চলবেনা !
মেধার মূল্যায়নে মূল্যায়িত হবে,
পদ পদবি আর কর্ম সংস্থান l


আমি তোমাদের অতি পরিচিত মুখ,
ক্ষুদার্ত গরিবের মুখের আহার l
পথ কলিদের আশ্রয় দাতা,
ভিটা-মাটি হীন মানুষের বাসস্থান l
নিম্ন,মধ্যবিত্ত মানুষের,
বেঁচে থাকার একমাত্র অধিকার l
কৃষক-কৃষাণীর ভাত ভর্তি ভাতের থালা,
কামার-কুমার,তাঁতি-জেলের-
বুকভরা স্বপ্ন,মুখভরা হাসি l
ধনীদের নিরাপত্তার চাদরে ঢেকে রাখা,
সাত স্তর বিশিষ্ট পাহারাদার l
তোমাদের নির্ভেজাল সেবা দিতে,
আমি সুযোগ চাই আরেকবার l


রচনাকাল ১১/০৯/২০১৮ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ল
——————————————————————————