নারীর মন বড় বৈচিত্রময় বড় রহস্যময় ।
বৈচিত্রময় এই জগতে অসংখ্য মানুষের লোকারণ্যে
আমি আজ অবহেলিত ভবঘুরে এক প্রেমহীন পথিক।
নিষ্ঠুরতা,নির্মমতা আমার জীবনের সমস্ত স্বপ্নসুখ,
আশা-আকাঙ্খা আর কামনা-বাসনা গুলোকে
দীর্নবিদীর্ণ করে নিক্ষেপ করেছে সাগরের চোরাবালিতে ।
হৃদয়ের লালিত সযত্নে কল্পিত প্রেম
আজ আশাহীন নিরাশায় নিমজ্জিত,
অব্যক্ত বেদনায় বুক জুড়ে আর্তনাদ করে
আর কান্না হয়ে চোখের জলে অশ্রু ঝরে !
দিন যায় রাত কাটে বড় অসস্থিতে নির্ঘুম অস্থিরতায়।
হৃদয়ের গহীনে ব্যাখ্যাহীন অবজ্ঞা ঘৃনা
আর নিষ্ঠুর অবহেলায় হচ্ছে অজস্র রক্তক্ষরণ
জমাট বেঁধেছে মন মন্দিরে এক অসহনীয় করুন ব্যথা।
হঠাৎ ঘুমের ঘরে স্বপ্নের রাজ্যে ভেসে উঠে
প্রিয়তমার সেই মায়াবী অপরূপ অবয়ব।
চোখ মেলে তাকালে আলোর ঝলকানিতে হারিয়ে যায়
আমার স্বপ্নময়ী রাজ্ কন্যা আর স্বপ্ন গুলো দুঃস্বপ্নের মত।


রচনাকাল ৩০/০৫/২০১৭ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
-------------------------------------------