ভালবাসা কখনো ক্ষয়ে যায়না সে ক্ষমার অনেক ঊর্ধ্বে !
ভালবাসার মানুষকে কারণে-অকারণে
ঘৃণা করা যায় কিন্তু একেবারে ভোলা যায়না !
নিজের অজান্তেই মনের ঘরের দরজায় কড়া নাড়ে,
হঠাৎ হঠাৎ মনে করিয়ে দেয় স্মৃতির ডায়েরির প্রতিটি কথা মালা !
প্রতিটি মধুময় মুহূর্ত আর কষ্ট পাওয়া ক্ষত চিহ্ন !
হয়তো দূর কোন সীমানায় লুকিয়ে রাখে নিজেকে,
শত্রুর ভালবাসা অবলোকন করে পর্দার আড়ালে গিয়ে l
একে অপরকে ভেবেই নেয়,
সব কিছু এতো তাড়াতাড়ি ভুলে গেলো ?
কিন্তু আসলেই তা নয় !
মনের বিষন্নতা কেটে সমস্ত অপরাধ ভেদ করে ভালবাসা সূর্যের আলোক রাশির মত সকল বাধা অতিক্রম করে উঁকি মারে দূর দিগন্তে l
মনে চায় দৌঁড়ে গিয়ে তাকে আলিঙ্গন করি,
আর হাটু গেড়ে বসে তাকে জীবনে ফিরে-পাওয়ার কামনা বাসনা প্রকাশ করি l
এবং বলি ভুল গুলো শুধরে নিয়ে ফিরে এসো আমার এলো মেলো জীবনে l
একাকিত্ব কত কঠিন আমি বুঝেছি তোমাকে হারিয়ে,
আবার তোমার ভাগ কাউকে দেওয়া আর মরে যাওয়া সমান কথা ! সেই দৃশ্য মেনে নিতে পারিনি বলেই আজ নীড় হারা !
কোন রকম বেঁচে আছি অনাহারে তুমি হিনা আমার নিষ্প্রাণ কুঠিরে l


রচনাকাল ০৪/০৯/২০১৯ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক l
————————————————--------------------