নোবেল কি আর খেলার পুতুল-
চাইলে পাওয়া যায় ?
নোবেল এখন সোনার হরিণ,
একি হলো হায় ৷


চেষ্টা তদবির কত কি করেছি,
নোবেল ঘরে তুলতে ৷
গুম,খুন,অনিয়ম,দুর্নীতি,
ভুরি-ভুরি স্বজন প্রীতি
মানুষ হতো বাধ্য অপকর্ম ভুলতে ৷


নির্বাচনী বৈতরণী পার হতে-
নোবেল আসতো কাজে,
এই সমস্ত কুকর্ম আমাদেরই সাঝে ৷


যাহা ইচ্ছে তাহাই করি,
আমি আমার স্বার্থে ৷
স্বার্থে আমার আঘাত আসলে,
তারে পেলি গর্তে ৷


নোবেল যদি পেতাম হাতে,
জনগণ কে মারতাম ভাতে ৷
যেমন করে নেতা বানাই,
ভোটের দিনের আগের রাতে ৷


রচনাকাল ০৭/১০/২০১৭ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
-----------------------------------