এমন রাজনীতি করতে চেয়েছি
যেখানে যোগ্যতার ভিত্তিতে পদায়ন হবে
আত্মীয়করণ কিংবা অর্থ ও তৈলের বিনিময়ে নয় !
নবীন প্রবীনের সমন্বয়ে
সংগঠন শক্তিশালী রূপ লাভ করবে
অন্য দলের দালালি করে নয় !
মানসম্মত একটি  রাজনৈতিক মঞ্চ চেয়েছি
যেখানে পদ পদবীর ভিত্তিতে আসন বন্টন হবে
মুখ দেখে নয় !
বক্তিতা হবে দেশ ও জনগণের ভাগ্য উন্নয়নে
বেক্তি স্বার্থে নয় !
রাজনীতি হবে পার্টিকে কেন্দ্র করে  
ক্ষমতায় যাওয়ার জন্য  
অপরাপর পার্টিকে ক্ষমতায় অসিন করার জন্য নয় !


যে রাজনীতি স্বপ্নে দেখেছি
আজ তার উল্টো চিত্র দেখতে পাই !
মঞ্চে আসন নিয়ে কাড়াকাড়ি
নেতায় নেতায় বাড়াবাড়ি,
আপন বাবার চেয়ে পর বাবার কদর বেশি
মাজারে ফুল দিতে গিয়ে ঠেলাঠেলি
স্মৃতিসৌধে যাহা দেখলাম
তাহা না হয় নাইবা বললাম !


যে রাজনীতি বুকে লালন করি
সে রাজনীতি ও রাজনীতিবিদকে
মনে প্রাণে শ্রদ্ধা করি
যে নেতা নিজের সম্মান আদায়ে সচেষ্ট নয়
সে নেতা কখনো দেশ ও জাতির
সম্মান রক্ষায় নিরাপদ নয় !
যে কর্তা তার অবস্থান নির্ণয়ে ভুল করে
অথবা অবহেলার শিকার হয়,
সেই কর্তা আর যাই হোক
বৈষম্য দূর করতে ব্যর্থ হবে
যিনি নিজের অধিকার আদায়ে সফল নয়
সেই তিনি অন্যের অধিকার আদায়ে-
অবশ্যই পিছিয়ে পড়বে !
নেতা তো তিনিই হবে যিনি শিক্ষা-দীক্ষায়
ভারসাম্যের ভিত্তিতে জনপ্রিয়তা,গ্রহনযোগ্যতা,
কর্মতৎপরতা ও দক্ষতায় এগিয়ে থাকবে
এবং সমসাময়িক বিষয়ে তৎক্ষণাৎ কথা বলা ও  সমাধানের পথ সুগম করে আপামর জনতার
বিশ্বাসের জায়গায় অবস্থান নিতে পারবে
মূলত সেই প্রকৃত নেতা হবে


রচনাকাল ১৪ ডিসেম্বর ২০২০ ইং
ব্রুকলিন, নিউ ইয়র্ক
-----------------------------------------------