অসহ্য যন্ত্রণার দাবানলে,
নিষ্পোষিত করেছো মোর প্রাণ ৷
ভালবেসে তীর ছুড়লে,
ভূমিকম্প হয়ে কেন এলে জান ?
জানতে ইচ্ছে করে,
খুব শুনতে ইচ্ছে করে ৷
কেন এলে আপন হয়ে ?
ঝড় হয়ে ফিরে গেলে !
লন্ড ভন্ড করে গেলে,
আমার প্রেমের মান ৷


আমার আকাশ,
কালো মেঘে ছেয়ে গেছে ৷
অমাবশ্যা এসে,
পূর্নিমা ঢেকে গেছে ৷
অন্ধকার দেখি শুধু দু-চোখে,
করে গেলে তুমি-
আমার জান কোরবান ৷


স্বপ্নের জীবন,
দুঃস্বপ্নের করে গেলে ৷
আশাহীন করে,
আমায় রেখে গেলে ৷
যে দিকে দেখি,
মরুভূমি হয়ে যায় ৷
আমার ভাগ্যের চাকার,
হলো অবসান ৷


রচনাকাল ২৫/০৬/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
--------------------------------------