পল্লীবন্ধু আমি দেখিনি হিমালয়
দেখিছি তোমায় এবং তোমার কর্মের স্পৃহা
পল্লীবন্ধু চাইনি পেতে হীরা-মুক্তা,অর্থ-বিত্ত
আমি শুধু চেয়েছি আর একটি বার তোমার সুষম নেতৃত্ব
পল্লীবন্ধু আমি দেখিনি চীনের উঁচু প্রাচীর
আমি দেখেছি তোমার উদ্দীপনা ও প্রচেষ্টার ফসল
ঢাকার চারপাশের বিশাল বেড়ী বাঁধ
পল্লীবন্ধু চাইনা দালান-কোঠা,বড়-বড় ইমারত
আমি শুধু চাই আর একটি বার তোমার সরকার
তোমার উপর নেমে আসুক আল্লাহর রহমত
পল্লীবন্ধু আমি দেখিনি মহান মুক্তিযুদ্ধ
আমি দেখেছি মুক্তির অগ্রদূত পল্লীগ্রামের চেনা-মুখ তোমাকে
পল্লীবন্ধু আমি দেখিনি দুর্ভিক্ষ
দেখেছি কাল বৈশাখী ঝড় আর বন্যার মাঝে
গলা পানিতে নেমে অসহায় মানুষের অসহায়ত্বকে
ভাগ করে নেওয়ার তোমার এক বিশাল কৃতিত্ব
পল্লীবন্ধু আমি দেখিনি বঙ্গবন্ধু কিংবা
তারও পূর্বের মওলানা ভাসানীকে
কিন্তু আমি শুনেছি তাদের হুঙ্কার বার-বার তোমার ধমনীতে
পল্লীবন্ধু আমি দেখিনি বিশ্বের কোন জাতীয় নেতাকে
শুধু তোমাকে দেখেছি জেলের অন্ধকারে আবদ্ধ থেকে
তুমি দুই দুইবার পাঁচটি আসনে জয় লাভ করে
বীরের মত কৃতিত্ব দেখাতে,যাহা ইতিহাসে বিরল
পল্লীবন্ধু আমি দেখিনি কোন শাসক কে
শুধু তোমাকে দেখেছি কালির আচড় দিয়ে
বাংলাদেশকে করলে ইসলামী রাষ্ট্র এক নিমিষে
বন্ধ ঘোষণা করলে শুক্রবার সপ্তাহে
পল্লীবন্ধু আমি দেখিনি কোন রাষ্ট্র প্রধানকে
শুধু দেখেছি তোমাকে রক্ত দিতে অবলীলায়
তোমার বাংলার আহত যাত্রীদের
পল্লীবন্ধু আমি দেখিনি কোন নেতা,নেত্রীকে
আমি দেখেছি শুধু তোমাকে সত্যকে-সত্য
মিথ্যাকে মিথ্যা,ভালকে ভাল, মন্দকে মন্দ
এক কথায় স্বীকার করে নিতে
পল্লীবন্ধু আমি দেখিনি ভাষা আনদোলন
দেখেছি তোমার করা শহীদ মিনার এবং জানলাম
তুমিই প্রথম রাষ্ট্রপতি ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে
ফুস্পস্তবক অর্পণ করেছিলে
পল্লীবন্ধু আমি শুনেছি তুমি মুক্তিযুদ্ধ চলাকালীন
পাকিস্তানে বন্ধি ছিলে
আমি দেখেছি মুক্তিযুদ্ধে তুমি অংশগ্রহণ
করতে পারনি বলে অনেক মর্মাহত হয়েছো
কিন্তু বীর মুক্তি যুদ্ধাদের জাতির
সর্বকালের সর্ব শ্রেষ্ঠ সন্তান বিলম্ব করনি বলতে
পল্লীবন্ধু আমি বহু সংস্কারক দেখেছি
কিন্তু তোমার মত যোগ্য ও সফল সংস্কারক দেখিনি
যাহা আজ তোমার এক সময়ের শত্রুরাও স্বীকার করে
পল্লীবন্ধু তুমিই প্রকৃত বন্ধু যাহা তোমার দেশ প্রেম
ও দেশাত্মবোধ, দেশের সাধারণ জনগণের প্রতি দায়বদ্ধতা
এবং ভালবাসা,কর্ম,দক্ষতা
নীতি নৈতিকতা,উপস্থিতি,স্পৃহা
ও সুষম বন্টনের ধারা অগণিত বার প্রমানিত
পল্লীবন্ধু তুমিই বলেছো
৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে
আর ইহা তোমার মুখেই শোভা পায়
পল্লীবন্ধু তুমি আমার মত লাখো তরুণ,তরুনীর রঙিন স্বপ্ন
ভালবাসার বাংলাদেশ বিনির্মানের এক মাত্র যোগ্য সেনাপতি
পল্লীবন্ধু তুমি শেষ ভরসা
আমাদের আশ্রয়ের কেন্দ্রস্থল
তুমি পারবে এই দেশটাকে বিশ্বের মানচিত্রে
উজ্জল নক্ষত্রের মত
প্রদ্বীপ হয়ে জ্বলতে আর জ্বালাতে
আমাদের মুখকে আলোয়ে-আলোয়ে
ভরিয়ে উদ্ভাসিত করে তুলতে
পল্লীবন্ধু তুমিই আমার দেখা জীবন্ত মহাবীর,
কখনো হবেনা পরাস্থ শত্রুর কাছে করোনা নত শীর


রচনাকাল ০১/০৭/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
--------------------------------------------------------------