আলোকিত কর ক্ষণে-ক্ষণে,
এসে আমার মন ৷
জীবন শক্তি তুমি আমার,
বেঁচে থাকার একমাত্র পণ ৷
যতদিন বাঁচিয়া থাকা যায়,
এই ধরনীতে ৷
তোমার অস্তিত্ব খুঁজে নিবো,
প্রতি দমে-দমে ৷
তুমি যে আমার বেঁচে থাকার,
একমাত্র অবলম্বন ৷
নিতান্তই যদি,
ভালবাসা দিবে আমায় ৷
হলে কেন এলো-মেলো ?
সত্যিই যদি,
ভালবেসে থেকো আমায় ৷
হলে কেন অগোছালো ?
তুমি যদি-
ভাবিয়া থাকতে এই পৃথিবীতে,
আমার অস্তিত্ব খুঁজে নিবে-
একা-একা রাতে ৷
তাহলে যে আমায়,
করতে হতোনা এত ক্রন্দন ৷


রচনাকাল ১৩/০৭/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
---------------------------------