প্রতিদিন কাগজের পাতা ভরে,
সারি-সারি লাশের খবর আসে ৷
খালে-বিলে নদী-সাগরে,
আমার ভাইয়ের পঁচা লাশ ভাসে ৷
নিত্য দিনের সঙ্গী এখন গুম আর খুন,
ওরে তোরা কোথায় আছিস-
কান পেতে শুন ৷
হাতে নাতে ধরা খেয়ে শাস্তি হয়না খুনির,
আর কত লাশ পড়লে টনক নড়বে টুনির ৷
মিথ্যে আশ্বাস দিয়ে-দিয়ে ঘুম পাড়িয়ে রাখে,
ঘুম ভাঙ্গিলে শুনতে পাইযে-
নতুন ফন্ধি আঁকে ৷
আর কত লম্বা হবে অসহায় লাশের মিছিল,
অন্ধকারে তলিয়ে যাচ্ছে-
সোনার বাংলার নিখিল ৷
মৃত্যুর মিছিল ভারী হয়ে উঠে,
রক্তাক্ত রাজপথে ৷
ওরে তোরা কোথায় যাচ্ছিস,
যাসনে,না জানি আরেকটা লাশ জুটে ৷
শান্তি নাইরে স্বস্তি নাইরে,
চারিদিকে হা-হা-কার ৷
ছোট্র অবুঝ বাচ্চাটিও নিরাপদ নয়,
মা বাবারা আজ নির্বিকার ৷
হাতে ধরি পায়ে পড়ি বাচাঁও আমার দেশ,
বাচাঁও বিপন্ন এই মানবতা-
শেষ কর যত আছে অহমিকা ভরা ক্লেশ ৷
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য,
এসো ভুলে যাই সকল প্রকার হিংসা-বিদ্ধেষ ৷
হানা-হানি,কাটা-কাটি,
দলা-দলি,ক্ষমতার ভাগা-ভাগি ৷
রাজনীতির নামে আমার,
নিরীহ মায়ের বুক করিওনা খালি ৷
জীবন্ত মানুষের লাশের হলি খেলা,
ভুলে যাও সকল শত্রুতা ৷
গড়ে তুলো পক্ষে-বিপক্ষে মিত্রতা,
সবাই মিলে এসো দেশ গড়ি ৷
দেশের সন্মান বিশ্বের মানচিত্রে উর্ধ্বে তুলি !


রচনাকাল ১৫/০৭/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
------------------------------------