আজ বলতে হয় না বললেই নয়,
তুমিই ছিলে শান্তির অগ্রদূত ৷
পল্লীবন্ধু তোমার শাসন কাল,
তোমার চলার গতি কর্ম সুখ ৷
উঁচু নিচু সবার কাছে তুমি ছিলে-
তুমি আছো তুমি থাকবে প্রিয় মুখ ৷


তোমার হাতের ছোঁয়ায়,
এই বাংলায় প্রশান্তি নামে ৷
হারিয়ে যায় বৈষম্য,
প্রতিষ্ঠিত হয় ন্যায় নীতি ৷
তোমার উজ্জল অতিথীয়তায় মুগ্ধ হয়ে,
আরব দেশের রাজা বাদশারা-
এগিয়ে আসে মুক্ত হস্তে ৷
বাড়িয়ে দেয় তাদের সাহায্যের হাত,
সবার মুখে ফিরে আসে হাসি ৷
অভাবের সংসারে জুটে,
দু-বেলা দু-মুঠো ভাত ৷


পল্লীবন্ধু তোমার নেতৃত্ব দক্ষতা,
অবিরাম মানুষের কল্যাণে ৷
তুমি বার-বার চিনিয়েছো,
তোমার মনুষত্বের জাত ৷
তুমি শান্তি প্রতিষ্ঠায়,
করেছ প্রতিনিয়ত যুদ্ধ ৷
শান্তি মিশনে পাঠিয়েছ সৈন্য,
শান্তির সপক্ষে তোমার কন্ঠ,
তোমার গর্জন,তোমার অবস্থান,
তোমার আহ্বান ৷
শান্তির তরে তুমি পল্লীবন্ধু,
তুমিই মহা-প্রাণ ৷


রচনাকাল ২২/০৭/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
------------------------------------