শান্তির খোঁজে দেখেছি তোমায়,
সুদীর্ঘ মানব বন্ধনে-
প্রেস ক্লাব থেকে মতিজিলে ৷
শান্তির খোঁজে দেখেছি তোমায়,
শান্তির মিছিলের নেতৃত্বে ৷
শান্তির খোঁজে দেখেছি তোমায়,
কাকরাইল পার্টি অফিসের সম্মুখে-
অনশন রত শান্তি সমাবেশে ৷
শান্তির খোঁজে অশান্তিকে তাড়াতে,
বন্দী হয়েছো অসুস্থতার নামে সি এম এইচ এ ৷
শান্তির খোঁজে তুমি আজও পথ চল একাকিত্বে !
শান্তির খোঁজে তুমি লং মার্চ করেছো,
লক্ষ লক্ষ জনতাকে সাথে নিয়ে ৷
শান্তির খোঁজে তুমি অসহায় আজ,
অশান্তি নামক দুই ডাইনীর কুট কৌশলে ৷
শান্তির খোঁজে শান্তি দিতে ত্যাগ করেছো,
তোমার অসীম ক্ষমতা,
শান্তির পরে আজও তুমি হয়ে আছ
আইনের বেড়াজালে বন্ধী ও আমার পল্লিনেতা ৷
তুমি শান্তি প্রিয় নেতা,তুমি শান্তির অগ্রদূত
তুমিই শান্তির পিতা ৷


রচনাকাল ২৩/০৭/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
------------------------------------