পথ কলিদের অধিকার কে দিবে ?
কে দিবে তাদের ক্ষুদার্ত মুখে-
তুলে দু-মুঠো ভাত ?
কে দিবে তাদের চোখের অশ্রু মুছে ?
কে নিবে তাদের বুকে টেনে-
দিবে একটু খানি আশ্রয় ?
কে দিবে খুঁজে-খুঁজে শান্তনা ?
কে যাবে বস্তিতে বস্তিতে-
রাস্তার ধারে ধারে ?
কে নিবে অসহায়,উপবাস,উপহাস,
জর্জরিত এতিম অনাত অবহেলিত-
ঝরা ফুল গুলির খবর ?
কে নিবে তাদের দায় দায়িত্ব ?
কে আনবে কুড়িয়ে মানুষ নামের-
এই অসহায় শিশুদের ?
কে দিবে একটু খানি ঠাঁই-
চার দেওয়ালের ভিতর ?
খোলা আকাশের নিচে
হাড় কাপানো শীতে
বৃষ্টির বর্ষণে চৈত্রের খরতাপে
যাদের জীবন মরণ
কেউ কি দিবে তাদের মাথার উপর-
একটু ছায়ার আবরণ ?
কে দিবে তাদের অন্ন বস্র বাসস্থান ?
কে দিবে বই খাতা কলম তুলে-
স্নেহ ভালবাসা দিয়ে বুকে জড়িয়ে ?
কে দেখাবে আলোর পথ ?
কে ফোটাবে অন্ধকার মুখে-
এক ঝিলিক হাসি ?
কে নিয়ে আসবে তাদের জীবনে-
আনন্দের বার্তা ?
কে দিবে অনিশ্চিত জীবনের-
এতটুকু নিশ্চয়তা ?
হে মহান নেতা,হে দুর্দিনের পিতা
হে পথ কলির প্রতিষ্ঠাতা তুমি ছাড়া !


রচনাকাল ২২/০৮/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
-------------------------------------