বন্ধুত্ব হলো মনের মিলন ছোট একটি মধুর শব্দ
বন্ধুত্ব হলো মনের অমিল যন্ত্রণার আরেকটি লব্ধ
বন্ধুত্ব হলো যা ইচ্ছে তাই করা দূর পানে ছুটে চলা
বন্ধুত্ব হলো মনের সাধ ইচ্ছে এক নিমিষে খুলে বলা
বন্ধুত্ব হলো আত্মার আত্মীয় চন্দ্র সূর্যের মত
বন্ধুত্ব হলো একটি কথায় অবিশ্বাস মনে আসে ক্ষত
বন্ধুত্ব হলো আকাশ পাতাল নেই কোনো ভেদাভেদ
বন্ধুত্ব হলো অভিমানী সম্পর্ক একটা সময় এসে যায় মতভেদ
বন্ধুত্ব হলো সুখের দিনের নয় দুঃখের দিনের ভাগীদার
বন্ধুত্ব হলো ত্যাগের আরেকটি নাম সবাই হতে পারেনা দাবিদার
বন্ধুত্ব হলো দুঃখ কষ্ট যন্ত্রণা হতাশায় পাশে থাকা
বন্ধুত্ব হলো বুদ্ধি দিয়ে বিপদে আপদে চলার পথ সচল রাখা
বন্ধুত্ব হলো খেলার সাথী পুকুরে নেমে মজা করে সাঁতার কাটা
বন্ধুত্ব হলো নমনীয় সুর কাঁধে কাঁধ হাতে হাত রেখে এগিয়ে যাওয়া
বন্ধুত্ব হলো খালি পেট এক প্লেটে ভাগা ভাগি করে অল্প কিছু খাওয়া দাওয়া
বন্ধুত্ব হলো কষ্টের সঙ্গী অসুখের ওষুধ বৃষ্টির ছাতা
বন্ধুত্ব হলো দুর্দিনের সহযাত্রী সাহায্যে হাত পাতা
বন্ধুত্ব হলো অনেক সাধনার ফল কখনো দুটি চোখের জল
বন্ধুত্ব হলো শত্রু শত্রু খেলা আবার কখনো বাহু বল


রচনাকাল ১১/১০/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
--------------------------------