তুমি আছ বলে পৃথিবী এত সুন্দর
তুমি আছ বলে আছে আমার সতন্ত্র মহা বন্দর
তুমি আছ বলে আমি প্রেমে পড়ি
তুমি আছ বলে ভালবাসি তোমায় নির্দ্ধিধায় বলি
তুমি আছ বলে আমি নির্ভীক আমি উদ্যমী কবি
তুমি আছ বলে আমি সত্ সাহসী আমি বিদ্রোহের ছবি
তুমি আছ বলে আমি রাজার মহা রাজা
তুমি আছ বলে আমি বয়ে বেড়াই পৃথিবীর সমস্ত সাজা
তুমি আছ বলে আমি বেঁচে আছি,বাঁচতে চাই
তুমি আছ বলে আমি নির্ঘুম স্বপ্ন সাজাই
তুমি আছ বলে রাত-দিন এক রকম মনে হয়
তুমি আছ বলে আমি বুঝতে পারি ভালবাসা কারে কয়
তুমি আছ বলে আমি লিখে যাই অগণিত কবিতা
তুমি আছ বলে আমি প্রাণ খুঁজে পাই তুমি আমার সবিতা
তুমি আছ বলে আমি গুন্ গুনিয়ে গান গাই
তুমি আছ বলে আমার গানের কথায় তোমায় খুঁজে পাই
তুমি আছ বলে হিমালয় পর্বত পাড়ি দিতে ভয় নাই
তুমি আছ বলে জীবনের দামে আমি তোমাকে চাই
তুমি আছ বলে আকাশের ঠিকানায় চিঠি লেখি
তুমি আছ বলে রোজ রোজ তোমাকে স্বপ্নে দেখি
তুমি আছ বলে তারার ফুল দিয়ে বানাবো মালা
তুমি আছ বলে মেনে নিব আমি যতই আসুক বিরহ জ্বালা
তুমি আছ বলে অন্ধের মত হাঁটবো তোমার হাত ধরে
তুমি আছ বলে মরণ এলে আমি মরবো হেসে খেলে


রচনাকাল ২০/১০/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
-----------------------------------------------