চারিদিকে একি দেখি,
ধর্ষণের জয়ো ধ্বনি !
সন্তানের সম্মুখে মাকে ধর্ষণ !
বাবার সম্মুখে মেয়ের বস্র হরণ !
স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নেওয়া !
ভাইয়ের চোখের সামনে বোনের-
বস্র টেনে বিবস্র করা !
কুলাঙ্গার শয়তানে ভরে গেছে
বাংলার নিষ্পাপ মাটি !
পাপাচারে ভরে গেছে
এই বাঙালি জাতি !
হায়রে ন্যায় নীতি ! হায়রে মানবতা !
তুমি লজ্জা পেয়ে-
কোথায় লুকিয়ে আছো ?
হায়রে গণতন্ত্র ! হায়রে অধিকার !
তুমি বিচ্ছিন্ন হয়ে-
কোথায় হারিয়ে গেছো ?
ক্ষমতার দাপটে মা মাটি দেশ,
ধর্ষকের ভয়ে কম্পিত !
প্রতিবাদের ভাষা হারিয়ে গেছে আজ
রাস্তায় নামলে বর্ষণ হয় গুলির
পুলিশ হয়ে সেবা না দিয়ে-
নাম লেখায় সর্বোচ্চ খুনীর !
বিবেক বুদ্ধি লোভ পেয়েছে
জানোয়ার বর্বর হায়নারা-
আবার মাথাচারা দিয়ে উঠছে !
মানবতার আকাশে মেঘের ঘনঘটা !
আমরা কোথায় পালাবো ?
কোথায় গিয়ে লুকাবো ?
আরতো নেই যাবার কোন ঠিকানা !
হায়রে দরদী নেতা ! হায়রে স্বাধীনতা !
তুমি অন্ধ হয়ে-
কোথায় বিলীন হয়েছো ?
হায়রে অসীম ক্ষমতা ! হায়রে নিরবতা !
তুমি বোবা হয়ে-
কিসের ভয়ে মুখ লুকিয়েছো ?


রচনাকাল ২২/০৯/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
-----------------------------------------------------