মানুষের মনুষত্ব আজ নির্বাসিত
হারিয়ে গেছে বিশ্বাস
চারিদিকে বিশ্বাস আর অবিশ্বাসের খেলা
কে কাকে ঠকাবে সর্বত্র এই চিত্র
মানুষের ধ্যান ধারণা পাল্টে গেছে
শুধু টাকার খেলা টাকার মেলা
আর জীবনের বেলা ফুরিয়ে আসছে
একটু একটু করে সে খবর কে রাখে
সত্য কে মিথ্যা, মিথ্যা কে সত্য বলে
লোক চক্ষুর অন্তরালে আর কত সাধু সাজবি !
এবার তুই ঠিকই ধরা পরেছিস আমার হাতে
কোথায় পালাবি ? কোথায় লুকাবি ?
তোর মুখোশ আমি উম্মোচন করেই ছাড়বো
তুই মানুষ না একটা অমানুষ !
তুই মানুষ রুপি শয়তান,
তুই জানোয়ারের চেয়ে অধম
তোকে দেখে কুকুরও মুখ লুকাবে
তুই নিজেকে উৎকৃষ্ঠ ভাবিস আসলে তুই নিকৃষ্ট
তুই হিংস্র বর্বর একটা প্রাণী
তুই এক কথায় থাকিসনা
তুই পুরুষ না মহিলা আমার ভাবতে কষ্ট হয় !
তুই নষ্ট,ভ্রষ্ট তুই মহা কুরুক্ষেত্র
তুই জঘন্য তুই পাপী
তুই জল্লাদ কাদিরার চেয়েও নগণ্য
থু-থু মারি তোর মুখে
যে মুখ দিয়ে তুই অহ-রহ মিথ্যা কথা বলিস
আবার মানুষের রূপে সাধু সাজিস
তুই হারামীর বাচ্চা হারামী
তুই লোভী মহা লোভী
তুই ইবলিস তুই বেঁচে থাকলে
মানুষকে কষ্ট দিয়ে জ্বালাবি
তুই মর তোর মৃত্যুই পারে
মানুষের মনে স্বস্তি এনে দিতে
আল্লাহ তুমি কি পারোনা
এই ধরনের আযাব,গজব কে
তোমার দুনিয়া থেকে তুলে নিতে ?


রচনাকাল ২৮/১০/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
••••••••••••••••••••••••••••••