পল্লীবন্ধু এইচ.এম এরশাদ যদি স্বৈরাচার হয়
তাহলে আমিও এম.এল রহমান স্বৈরাচার !
যারা পল্লীবন্ধুর আদর্শে আদর্শিত
তারা সবাই স্বৈরাচার
আজ আমি স্ব-চিত্তে,স্ব-জ্ঞানে বুঝে শুনে
এই সিদ্ধান্তে উপনীত হলাম
আমার নেতা পল্লীবন্ধু স্বৈরাচার হলে
আমিও ওই মহান পদবীর দাবিদার


যারা পল্লীবন্ধুর কর্মের সুবিধাভোগী
তারা স্বৈরাচার নয় কি ?
যদি তারা স্বৈরাচার না হন
তাহলে কাউকে তো দেখিনা পল্লীবন্ধুর গড়া
আইন বর্জন করতে
হাজার হাজার আইন স্বৈরাচারের নীতি
কাউকে তো দেখিনা পল্লীবন্ধুর বন্ধ ঘোষণা করা
শুক্রবারে অফিস করতে
এটা তো স্বৈরাচারের কীর্তি
কাউকে তো দেখিনা রাষ্ট্র ধর্ম ইসলাম না মেনে
ধর্ম বিরোধী হতে
এটাও তো স্বৈরাচারের ভিত্তি
কাউকে তো দেখিনা রেডিও টিভিতে
আযান হলে কানে তুলা দিয়ে রাখতে
এটাও তো স্বৈরাচারের সৃষ্টি
কাউকে তো দেখিনা জাতীয় ঈদ গাহ ময়দানে
না গিয়ে ঘরে ঈদের নামাজ পড়তে
এটাও তো স্বৈরাচারের দীপ্তি
কাউকে তো দেখিনা স্বৈরাচারের দেওয়া
দুই ঈদের বোনাস না নিয়ে বাড়িতে যেতে
এটাও তো স্বৈরাচারের দৃষ্টি
কাউকে তো দেখিনা শহীদ মিনার,স্মৃতিসৌধে
ফুল নিয়ে না গিয়ে চুপচাপ থাকতে
এটাও তো স্বৈরাচারের কৃষ্টি !


এত ভাল কর্মের ফল যদি স্বৈরাচার হয়
তাহলে আমার মেনে নিতে কেন এত ভয় ?
এত জন-বান্ধব শাসক যদি স্বৈরাচার হয়
তাহলে আবারও ফিরে পেতে চাই নেতা তোমায়
তুমি সাবেক মহামান্য রাষ্ট্রপতি তুমি আমার হৃদয় ৷


রচনাকাল ০৬/১২/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
-------------------------------------------------------------