মনে পড়ে যায় কান্না জড়ানো সে ভাষণ
মনে এসে যায় শান্তি ছড়ানো সে শাসন
এখন আর দেখিনা আগের মত শান্তি
এখন আর পাইনা আগের মত সস্তি
কোথায় হারালো সেই স্বর্ণ যুগ
কোথায় বিলীন হলো আমাদের সেই প্রিয় মুখ !


আমি খুঁজবো সেথায় গিয়ে
যেথায় থাকে তার বিচরণ
আমি সুধাবো তারে আমার ইচ্ছে
আমি লুকাবো আমারে তারি মাঝে
রেখে আমার দু-নয়ন
আমি যতন করে ডাকিবো তারে
চাইবো আবার ক্ষমতায় ফিরাতে
আমি মাঠে ঘাটে যে দিকে তাকাবো
দেখতে পাবো সবুজের লীলাভূমি
আর নয় অযথা কাল ক্ষেপন !
মনে পড়ে যায় কান্না জড়ানো সে ভাষণ
মনে এসে যায় শান্তি ছড়ানো সে শাসন


আমি বুঝতে শিখেছি আমি খুঁজতে শিখেছি
তোমাকে দেখে-দেখে আমি বড় হয়েছি
আমি নিষ্ঠুরতা দেখেছি আমি নির্মমতাও দেখেছি
আমি যাতনা করে বলে তোমাতে পেয়েছি
তুমি সয়েছ একা একা খেয়েছ অনেক ছ্যাকা
তোমার ভিটা মাটি হয়েছে বিরানভূমি
আর নয় দেরী করে নাও দেশকে বরণ
মনে পড়ে যায় কান্না জড়ানো সে ভাষণ
মনে এসে যায় শান্তি ছড়ানো সে শাসন


রচনাকাল ২২/১২/২০১৫ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
---------------------------------------------