হে দুনিয়ার মুসলমান,
হাসরের ময়দানে হবে প্রমান ৷
আরশের নীচে ছায়া পাবে,
সাত প্রকারের মেহেমান ৷
সুমহান তুমি খোদা রহমান,
তোমার হাবিব দিয়ে করেছো আহ্বান ৷


শাসক সমাজ-
কান পেতে শুন খুশির খবর,
রাজা হয়ে প্রজার প্রতি কর ক্বদর ৷
ন্যায় বিচার ইনসাফ কায়েম কর,
ধনী গরিবের অধিকার-
বিচারের আওতায় হাজির কর ৷
তাহলে হবে সাত প্রকারের মেহেমান !


যৌবন মানুষের শ্রেষ্ঠ সময়,
সাথে-সাথে তাড়নাও প্রবল হয় ৷
এই সময় প্রতিভার বিকাশ ঘটে,
ভোগের হাতছানি বিছিয়ে রাখে ৷
মানুষের মনে কূ-মন্ত্রণা,
দিয়ে থাকে শয়তান ৷
সাবধান হয়ে কর কোরবান,
হাসরের ময়দানে-
আরশের ছায়াতলে হবে স্থান ৷


নামাজির সাথে সম্পর্ক হবে,
মসজিদ আর আযান ৷
আযানের সাথে সাথে-
নামাজ আদায় করে,
মানো আল্লাহর বিধান ৷
নামাজের প্রতি এই আগ্রহ যাদের আছে,
তারা নিঃসন্দেহে মুসলমান ৷
পূর্ণ ঈমানের উদ্দীপনায়
আরশের ছায়াতলে পাবে স্থান ৷


আল্লাহর ভয়ে পরস্পরে মিলিত হওয়া,
ইবাদাতের সামিল ৷
সহযোগী রূপে একে-অপরে,
থাকে অনেক মিল ৷
যারা আরশের ছায়ায় পাবে স্থান,
তারা তোমাদের মত সৌভাগ্যবান ৷


নির্জনে বসে-
আল্লাহর জিকির করে যারা,
আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন করে তারা ৷
ফজিলত পূর্ণ আমল দ্বারা-
আরশের নীচে ছায়া পাবে,
এহেন মুসলমান ৷


ঈমানের,
অগ্নি পরীক্ষা নারীর প্রলোভন ৷
এই ধরনের গুনাহ থেকে বিরত থাকা,
অকৃতিম মুসলমান ৷
এমন পরেজগার বান্দার জন্য-
আরশের ছায়া সংরক্ষিত রেখেছেন,
সয়ং আল্লাহু সুবহান ৷


দান করিলে করিবে গোপনে,
ডান হাতে দিবে বাম হাত না জানিবে ৷
লোক দেখানো দান করিলে,
পূর্ণ রূপে রিয়া হবে ৷
ছহি নিয়তে দান করিলে,
বিচার দিবসে-
আরশের নীচে করবেন ছায়াদান ৷


রচনাকাল ২০০৮ ইং
নোয়াখালী,বাংলাদেশ ৷
----------------------------------------------