উৎসর্গ:-বন্ধুবর প্রয়াত মুহিবুর রহমান ( সোহাগ )


বন্ধু তুমি চলে গেলে কিছু না বলে,
বড্ড অভিমান করে সেই না ফেরার দেশে............... !
আর কখনো কি তুমি আসবেনা ?
আর কখনো কি তোমার সেই হাসি মাখা-
মুখ খানা দেখার সুযোগ করে দিবেনা ?
কি এমন কষ্ট একা একা বুকে চেপে-
একাকিত্বকে আলিঙ্গন করে আমাদের কে
দুঃখের সাগরে ভাসিয়ে এক বুক হতাশা দিয়ে
সারাটা জীবনের জন্য চলে গেলে ?
তোমার আপন ভূবনে................. !
বন্ধু আমাদের আলোকিত পৃথিবীতে
হঠাৎ যেন অন্ধকার নেমে এলো !
বিশ্বাস হচ্ছেনা তুমি আর আমাদের মাঝে নেই !
আজ এত বেশি অপরাধী আমি,
ভাবছি কেন এত অভিমানী হলাম তোমার সাথে !
সেই দিন কেন কথা না বলে
তোমাকে এড়িয়ে বাহিরে চলে আসলাম !
আমার ব্যাথিত হৃদয় আজ শুধু হাহাকার করে
ডুকরে ডুকরে কাঁদছে !
আমি অপরাধী বড্ড অপরাধী !
যদি জানতাম তুমি চলে যাবে পর পাড়ে
তোমাকে একবারের জন্য হলেও আঁকড়ে ধরতাম
আমার বিষন্ন এই বুকের মাঝে.....................!
বন্ধু আমায় ক্ষমা কর ! আমাদের ক্ষমা কর !
আমি,আমরা শেষ সময়ে এসে তোমার প্রতি
ভিষণ একাকিত্ততা চাপিয়ে দিয়েছি
সেই অপরাধে আমি, আমরা সবাই অপরাধী !
জীবনে চলার পথে যদি কোন কষ্ট পেয়ে থাকো
আমার অথবা আমাদের আচরণে
ক্ষমা করে দিও নিজ গুনে !
তুমি আজ বিদায় নিয়ে মনে করিয়ে দিয়ে গেলে
আমি আজ যাচ্ছি চলে তোমরাও আসবে একদিন
আমার মত ঠিক আমার মত
ভয়ঙ্কর মৃত্যুকে আলিঙ্গন করে.................... !
আল্লাহ তোমাকে জান্নাত বাসী করুক
পরিয়াদ করি বেহেস্তের সর্বোচ্চ স্থানে
তোমাকে সুখে রাখুক,শান্তিতে রাখুক ৷ আমিন ৷


রচনাকাল ০৫/০১/২০১৬ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷