আমি যে দিকে দেখি সর্বত্র
দালালের মুখাবয়ব
উত্তরে দালাল দক্ষিনে দালাল
পূর্ব-পর্শ্চিম সব দিকে দালাল
ডানে দালাল বামে দালাল
সামনে-পিছনে সব দিকে দালাল
কোথায় গেলে খুঁজে পাব-
একমাত্র মানব সৎ নিষ্ঠাবান,
হযরত বাবা শাহ-জালাল ?


আমি দূর থেকে দেখি মহা-মানব
উনার কর্ম বলে দেয়
উনি একজন মানুষ রুপি দানব
এক সময় উনি সুবিধাভোগী
সুবিধা না থাকেলে উনি করে চেঁচামেচি
উনি হাত পা বেধে নিয়ে যায়
উনার সুবিধা মত ক্ষুদা লাগলে
আমার জীবন্ত শরীরটাকে-
চিবিয়ে-চিবিয়ে খায় !
আর আমি চিত্কার করে বলি
বাচাঁও-বাচাঁও কে আছ আমায় !


আমি তারে শত্রু ভাবি
সে আমারে শত্রু ভাবে
তাহলে এই দুনিয়ার কোথায় গেলে-
বল মিত্র খুঁজে পাবে ?
একে-অপরে দলা-দলি
নেই কোন কোলাকুলি
যে যখন সুযোগ পাই
ছোঁবল মারি পাখনা তুলি
হায়রে আমার মন মাতানো দেশ
হায়রে আমার সোনা ভরা মাটি
যে দিকে তাকাই শুধু খুঁজে পাই
মীরজাফর আর দালালের অসংখ্য ঘাঁটি !


রচনাকাল ০৮/০১/২০১৬ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
-------------------------------------