বিধি প্রেম যদি বড় নিষ্ঠুর হয়,
তবে মানুষের মনে-
প্রেম কেন দিয়েছিলে ?
বিধি মন যদি এত পাথর হয়,
তবে মনে-মনে কেন মিলালে ?


ভালবাসাতে এত দুঃখ থাকে,
আমি যদি আগে জানতাম !
প্রেমের নামে করবে ছলনা,
একা-একা পথ চলতাম !
নয়নের জলে ভাসালে আমাকে,
ভাসলে তুমি নিজে ৷
বিধি মন যদি এত পাথর হয়,
তবে মনে-মনে কেন মিলালে ?


হৃদয়ের অতলে রেখেছি তোমায়,
না বলে চলে গেলে কাঁদালে আমায় !
দোয়া করি সুখে থাকো ও প্রিয়া আমার,
স্মৃতি টুকু মনে রেখো ভালবাসার ৷
ভুলে গেছো দুঃখ নেই,
আমায় কেন কাঁদালে ?
বিধি মন যদি এত পাথর হয়,
তবে মনে-মনে কেন মিলালে ?


রচনাকাল-১১/০১/২০১৬ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
-----------------------------------