বড় বিষন্ন মন,ভয়াবহ হারিকেন
নার্গিস,মর্জিনা,আইলা বেগমেরা-
হানা দিচ্ছে প্রিয় নেতার দুর্গে !
এবার মনে হয় ভেঙ্গে মুচড়ে খান-খান করে দিবে,
জাপার আকাশের নিল আসমান কে !
তারা গুলো ভয়ে কম্পিত,
খসে পরছে একেক করে ৷
কোথায় পালাবে কোথায় হারাবে ?
কোথায় গিয়ে আশ্রয় নিবে ?
শুকতারা কে বড় বিবর্ণ দেখাচ্ছে
বড় বিষন্ন দেখাচ্ছে !
ভয়ঙ্কর কালো মেঘে চেয়ে যাচ্ছে পৃথিবী !
আমরা কি তাহলে হারিয়ে যাচ্ছি-
কালের গহবরে !
আর কখনো কি আমাদের এই সম্প্রদায়-
মাথা উচু করে দাড়াতে পারবেনা ?
চাঁদের মুখ থেকে কি-
অমাবস্যার কালো মেঘ গুলো সরবেনা ?
নাকি এই ভাবে অস্তিত্বহীন হয়ে-
ঘুমিয়ে যাবে আমার জাগ্রত বিবেক !
না এ কোন ভাবে মেনে নেওয়া যায়না !
আমি,আমরা বজ্র থেকে শক্তি নিয়ে-
কঠিন ইস্পাতের নেয় জেগে উঠবো ৷
আবার সেই তারাদের মত একত্রিত হব-
শুকতারাকে আগলে রেখে ৷
নেতৃত্বের শক্তি দিয়ে,
আবার ফিরিয়ে আনবো চঞ্চলতা,
সজীবতা,কর্ম তত্পরতা আমাদের গৃহে ৷
যত দুশমন,যত মীরজাফর,
হায়না,জানোয়ারদের অন্যায় বায়না-
ছারখার করে দিয়ে,
পল্লীবন্ধুকে মুক্ত করে আনবো ইন-শা আল্লাহ ৷


রচনাকাল- ১১/০১/২০১৬ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
---------------------------------------------------