তুমি কবি আমি তোমার কবিতার
চরণ ভূমি,
তুমি লেখক আমি তোমার লেখার
দাড়ি কমা
তুমি শাসক আমি তোমার শাসনের
এক মাত্র নগন্য প্রজা,
তুমি সেবক আমি তোমার সেবার উপকারী
সেবা প্রাপ্ত জনগণ ৷
তুমি শিক্ষক তোমার শিক্ষায় আমি আজ
পরিপূর্ণ একজন,
তুমি শ্রেষ্ঠ প্রশাসক আমি তোমার
উন্নয়নের রাজ সাক্ষী ৷
তুমি রক্ত দাতা অগণিত মমূর্ষ রোগীকে
নিজ রক্তে প্রাণ বাঁচাতে ছুটে এসেছিলে ৷
তুমি কৃষকের প্রাণ
কৃষি ও কৃষকের দুর্বার শক্তি,
তুমি প্রবাসীদের উদ্দীপনা
শেষ আশ্রয়ের কেন্দ্রস্থল ৷
তুমি সরকারী আধা সরকারী কর্ম জীবিদের স্বপ্ন,
বাস্তবে রূপ দিয়েছিলে,
তুমি পথকলিদের অধিকার বাস্তবায়নে-
পথকলি ট্রাস্ট গঠন করেছিলে ৷
তুমি বাসস্থান হীন মানুষদের গুচ্ছ গ্রামের মধ্যে দিয়ে,
ঘরে ফিরিয়ে নিলে,
তুমি এক কথায় সম-উন্নয়নের ধারক বাহক,
এই রূপসী সোনার বাংলায় ৷
তোমার নীতি নৈতিকতা বৈষম্যহীন উদার রাষ্ট্র
গঠনে বদ্ধপরিকর,
তুমি তুমিই,তোমার গুন কীর্তি লিখে শেষ করা-
আমার জন্য দুরূহ !
নেতা আমি ক্ষমা চাই পারলাম না শেষ করতে লিখে,
তোমার কর্মের পরিধি সমূহ ৷


রচনাকাল ১৭/০১/২০১৬ ইং
ব্রুকলিন, নিউ ইয়র্ক ৷
-------------------------------------