পৃথিবী কত বৈচিত্রময়,
একদিন তুমি আমাকে ছাড়া-
কিছু ভাবতে না !
এখন অন্যকে নিয়ে ভাব-
যাকে ছাড়া তুমি বাঁচবে না !
হায়রে পৃথিবী ! হায়রে মানুষের মন !
তোকে বুঝা সহজ সাধ্য নয় !
কত ভয় ভীতি কাজ করতো তোমাকে নিয়ে,
কবে তুমি তোমার ভালবাসা-
প্রত্যাহার করে নাও আমার উপর থেকে !
তোমায় নিয়ে সারাক্ষণ বিচলিত থাকতাম
কবে জানি তুমি আমাকে বলে উঠো
আমাকে ভুলে যাও আমাকে ছেড়ে দাও !
ঠিক তাই হলো হঠাৎ একদিন
বলে উঠলে এই দেখা হয়তো
তোমার আমার শেষ দেখা
এই খাওয়া হয়তো শেষ খাওয়া
এই দিনটা হয়তো তোমার আমার শেষ দিন
সামনের এইদিনে হয়তো-
আমি আর তোমার থাকবোনা !
এই কথা গুলো বলিতে ছিলে,
আর তোমার চোখ দিয়ে-
অশ্রু ঝরতে ছিল !
আমি তোমাকে বার বার,
জিজ্ঞাসা করিতে ছিলাম
জান কি হয়েছে তোমার ?
কেন এমন করে বলিতেছ ?
তুমি কোনো কিছু না বলে
চোখের অশ্রু নিরবে নিবৃত্তে ঝরাতে ছিলে !
শেষ অবধি জানতে পারলাম
তুমি হারিয়ে যাচ্ছ-
আমার সুখের জীবন থেকে !
এবং তাই হলো
তুমি হারিয়ে গেলে আমাকে কাঁদিয়ে,
আমার বুকের উপর
এক পৃথিবী দুঃখ চাপিয়ে দিয়ে !
আজও আমি দুঃখের সাগরে সাঁতার কাটি
ডেউয়ের সাথে যুদ্ধ করে কিনারে যেতে চাই
উঠতে চাই বেদনার বালুচরের সেই পাহাড়ে
যে খানে বালুময় আর বালুময়
সেই বিন্দু বিন্দু বালুকণার দিকে তাকালে
চিক চিক ঝলকানি
আমার ক্ষত হৃদয়কে নাড়া দেয়
মনে হয় ক্ষতের মাঝে লবনের আক্রমন !
আপন জন যখন শত্রু হয়ে যায়
সেই সময়টা যেমন কষ্টের হয়
তোমার স্মৃতি মনে পড়লে
সব কিছুকে আগুনের -
পোড়া ক্ষতের নেয় মনে হয় !
চটপট করি একাকি ঘরে
মন চায় পৃথিবীর মায়া মমতা-
ত্যাগ করে চলে যেতে পর পাড়ে !
হায়রে ভালবাসা !
তুই সত্যি একটা গজব হয়ে
আমার জীবনে ধরা দিলি
আমার সুখ,সপ্ন,আহ্ল্লাদ
সব কিছু জীবনের তরে কেড়ে নিলি !


রচনাকাল ২৫/০১/২০১৬ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
----------------------------------------------------