নতুন শপথে বলিয়ান হয়ে
জাগরে আবার জাগ
পূর্ব দিগন্তে জলসে উঠা সূর্য
ঝল-মল করছে,সকল আধার কেটে যাক
আমরা হব নতুন বাংলার দিশারী
সকল কলঙ্ক গোছাবো এবার
দুয়ে মুছে করবো পরিস্কার
হব জনমের জন্য পাক
নতুন শপথে বলিয়ান হয়ে
জাগরে আবার জাগ


হুঙ্কার দিয়েছে পল্লীবন্ধু
ঐতিহাসিক সিদ্ধান্তে উপনীত
সকল ভেদাভেদ ভুলে গিয়ে
এসো এক সাথে কাজ করি
দেশের কাজে সবাই নিয়োজিত হই
নতুন স্বপ্নের দেশ গড়ি ৷
আর করোনা মান-অভিমান
আর করোনা দলা-দলি
আমার নেতার হাতে হাত রেখে
একযোগে এগিয়ে চলি ৷


এই অবহেলিত দেশের দায়িত্ব
তুলে দাও আমার নেতার হাতে
তাহলে তোমরা দেখতে পাবে
এক নিমিষে সকল আধার কেটে যাবে
তিনি পারবেন এই দেশটাকে জাগাতে
আবার দেশের মানুষকে স্বপ্ন দেখাতে
জেলে,কুমার,কৃষক আবার হাসবে
মলিন মুখে নতুন করে সুখের হাসি ফুটবে
জাগো জনতা জেগে উঠো
শক্ত করে ধর লাঙ্গলের খুঁটি
শপথ কর দেশ বিনির্মানের
তবেই একটা বৈষম্যহীন দেশ পাবে
যদি থাক আমার নেতা পল্লীবন্ধুর সাথে ৷


রচনাকাল ২৬/০১/২০১৬ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
----------------------------------------------------