একুশ আমাদের অহংকার,
একুশ আমাদের গর্ব ৷
একুশ আমাদের স্মৃতি কথা,
একুশ আমাদের বর্ণ ৷
একুশ আমাদের মায়ের ভাষা,
একুশ আমাদের স্বর্গ ৷


রক্ত দিয়ে মাতৃভাষা,
ছিনিয়ে এনেছে যারা ৷
কেউ কেউ আমার ভাইয়ের মত,
কেউ কেউ আমার বাবা ৷
তাদের ত্যাগের বিনিময়ে,
ছিনিয়ে এনেছি বর্ণ ৷
একুশ আমাদের অহংকার,
একুশ আমাদের গর্ব ৷


জীবন দিয়ে বর্ণ মালা,
প্রতিষ্ঠিত করেছে যারা ৷
তাদের মাঝে কেউ মায়ের ছেলে,
তাদের কেউ নব বধুর স্বপ্ন আশা ৷
আশা নিরাশা এক করে,
গড়েছি আমরা স্বপ্ন ৷
একুশ আমাদের স্মৃতি কথা,
একুশ আমাদের বর্ণ ৷


রচনাকাল ২১ ফেব্রুয়ারী ২০০৮ ইং
নোয়াখালী,বাংলাদেশ ৷
--------------------------------------