মা তোমার স্থান আমার বুকে,
বৃদ্ধাশ্রমে নয় !
বাবা তোমার বসত বাড়ি যেন,
আমার বুকে হয় ৷


কত ত্যাগের বিনিময়ে,
আমায় করলে পালন ৷
আমার সুখে মুখে হাসি,
তোমরা করতে লালন ৷
শিশু বেলায় কেঁদে উঠলে,
দৌড়ে এসে আকড়ে নিতে বুকে ৷
আদর দিয়ে খাইয়ে দিতে,
চরম মহা সুখে ৷
এমন বাবা মাকে যদি
বৃদ্ধাশ্রমে যেতে হয় ৷
নির্শ্চিত আমি এক দুর্ভাগা সন্তান,
আর যে কিছু নয় !
মা তোমার স্থান আমার বুকে,
বৃদ্ধাশ্রমে নয় !
বাবা তোমার বসত বাড়ি যেন,
আমার বুকে হয় ৷


আমি যখন বড় হলাম,
তখনও তারা ডাকে আমায়-
খোকা-খোকা বলে ৷
আমি আজও তাদের চোখে,
আছি সেই ছোট্র সোনা-
আর বোকা-বোকা বনে ৷
মা বাবার চোখে ছেলে সন্তান,
সব সময়ে এক সমান ৷
আমরা যেন করি তাদের মহা যত্নবান !
অবহেলা নয়, নয় অযত্ন,
তারা হোক আমাদের স্বর্গীয় ময় ৷
মা তোমার স্থান আমার বুকে,
বৃদ্ধাশ্রমে নয় !
বাবা তোমার বসত বাড়ি যেন,
আমার বুকে হয় ৷


রচনাকাল-১০ ফেব্রুয়ারী ২০১৬ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
-------------------------------------------