আজ সেই ঐতিহাসিক দিন ২রা মার্চ
বাংলার আকাশে এক মহান বীরের হাত ধরে
জাতীয় পতাকার শুভ উড্ডায়ন l
এই যেন স্বাধীন বাস্তবতার হাতছানি
পৎ-পৎ করে উড়বে লাল সবুজে হলুদ মানচিত্র খচিত পতাকা-
স্বাধীন বাংলার আকাশে বাতাসে l
সেই দিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে
স্বাধীন বাংলাদেশের বীজ বোনা হয়েছিল তার আপন সীমানায় l
জাতির এক সূর্য সন্তানের হাত ধরে এই অর্জন
এই অসীম সাহসিকতা এই দুর্লভ মুহূর্ত আমরা ভুলে যেতে পারিনা l
আমাদের ওই স্মৃতিময় মুহূর্ত ভুলে গেলে চলবেনা l
ওই দিন ওই ক্ষণ ওই বেলা ওই মহান নেতা
আমাদের প্রাপ্ত স্বাধীনতার অংশ আমাদের স্বাধীনতার পূর্ব শর্ত l
আমরা একটি স্বাধীন সার্বভৌম ভূখন্ড চেয়েছি,
আমরা একটি সতন্ত্র পতাকা পেয়েছি ।
আমরা বৈষম্যহীন একটি উদার রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর ছিলাম l
আমরা ভোটের অধিকার,ভাতের অধিকার-
আদায়ে যুদ্ধে অবতীর্ণ হলাম ।
আমরা গণতন্ত্রের অগ্রযাত্রাকে কেন্দ্র থেকে-
তৃণমূলে চর্চা করবো বলে হাতে অস্র তুলে নিয়ে সেই দিন
আক্রমনাত্মক ভূমিকায় অবতীর্ণ হই অত্যাচারী পাক হায়নাদের বিরুদ্ধে,
ছিনিয়ে এনেছিলাম স্বাধীনতা নামক এক খানা দলিল,
ত্রিশ লক্ষ শহীদের আত্মার আত্মত্যাগে-
দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বদৌলতে l
আমূল পরিবর্তন কিন্তু লক্ষ্য করিনি !
আমরা স্বাধীনতার নামে এখনো পরাধীন !
এখনো আমরা সর্ব অবস্থায় বৈষম্যের শিকার !
এখনো উপনিবেশের উপরে অধিরাজ্যের মালিকানা-
মতাবলংবী রাজা বাদশাদের মত দেশ পরিচালিত হয় !
এখনো আমাদের ভোটের অধিকার ভাতের অধিকার অনুপস্থিত !
এখনো আমরা মন খুলে প্রাণ ভরে কথা বলতে পারিনা !
দাবি আদায়ের রাজপথে আমাদের বুকে গুলি চলে !
রাজপথ এখনো রক্তাক্ত হয় স্বাধীনতার পতাকার লাল রঙ্গে !
এখনো গুটি কয়েক পরিবারের কাছে আমরা বন্দী !
আমাদের বিবেক আমাদের চিন্তা আমাদের চেতনা
আমাদের স্বপ্নের দেশ,আমাদের মায়ের মাতৃভূমি
ওই পরিবার বর্গদের কাছে অসহায় অবস্থায় জিম্মি !
আর কত বন্দী দশায় আমাদের সোনার বাংলার পতাকা-
নিরবে নিবৃত্তে উড়বে ? যাতনা,লাঞ্চনা,হতাশা,বঞ্চনা
আর কত কাল! আর কত কাল ধরে চলবে ?
আমরা স্বাধীন দেশে আবারও স্বাধীনতা চাই !
আবারও আরেকটি মুক্তিযুদ্ধ করার-প্রয়োজনীয়তা উপলব্ধি করছি l
আবারও নব আয়োজনে ২ রা মার্চ লাল সবুজের পতাকা উড়াতে চাই l
এবং এই শুভদিনকে স্বীকৃতি দিয়ে জাতীয় পতাকা দিবস হিসাবে
রাষ্ট্রীয় সম্মানে যথাযোগ্য মর্যাদায় অধিষ্ঠিত করতে চাই l
জাতীয় নেতা আ স ম আব্দুর রব কে ফিরিয়ে দিতে চাই প্রাপ্ত সম্মান l
সু-উচ্চ বজ্র কন্ঠে আকাশ বাতাস মুখরিত করে বলতে চাই
হে নেতা তুমি মিশে আছ রূপসী বাংলার উড্ডয়ন কৃত
প্রতিটি লাল সবুজ মিশ্রিত ৫৬ হাজার বর্গ মাইলের-
হলুদ রঙ্গে খচিত মানচিত্র
সাধীনতার কাংখিত নিশান জাতীয় পতাকায়,
এই দিনে পরিপূর্ণ শ্রদ্ধা জানাই পতাকা এবং তোমায় ৷


রচনাকাল ২রা মার্চ ২০১৬ ইং
ব্রুকলিন,নিউ ইউর্ক ৷
-----------------------------------------------------------------