নতুন শপথে বলিয়ান হয়ে ফিরে আয় ফিরে আয়
ওই যে দেখো ঘরের ছেলে ঘরের নীড়ে ফিরে যায় ফিরে যায়
কবে আবার দেখবো এমন প্রত্যাশিত দৃশ্য
মওদুদ প্রমুখরা ফিরে আসছে দলে বলে
পল্লীবন্ধুর স্নেহাতীত উষ্ণতায় ভরা ভালবাসার শীতল ছায়াতলে
অনুনয় বিনয় করে বলছে হে মহান নেতা ক্ষমা কর
তোমায় ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছিলাম
ভুল করে ছিলাম বড্ড ভুল করে ছিলাম
তাইতো ভুল বুঝতে পেরে আবার ঘরের ছেলে ঘরে ফিরে এলাম
নতুন শপথে শপথ দিয়ে আমাদের বরণ করে নাও
এই বাংলার উন্নয়নের প্রতিক-
লাঙ্গল কাঁধে নেওয়ার সুযোগ করে দাও
আমরা তোমার দলের কৃষক হতে চাই
আবার মাঠে গিয়ে লাঙ্গল দিয়ে হাল চাষ করে
ধান কেটে নৌকা ভরে নিয়ে আসবো
তুমি বিলিয়ে দিবে আপন হাতে কৃষকদের মাঝে
কৃষাণীর মুখে ফুটবে আবার উজ্জল হাসি
ঝলমল করবে তোমার নতুন সোনার বাংলা এই জগৎ ব্যাপি
আবার তোমার মলিন মুখে নবান্নের হাসি ফুটাবো
তুমি হাসবে নতুন উদ্যোমে ফিরে পাবে তোমার স্বপ্নিল-
সোনার বাংলার রাজকীয় সিংহাসন
চারিদিকে ছড়িয়ে দিবে উন্নয়নের বাস্তব চিত্র
নিখুত হাতে তুলির রঙিন আল্পনা একে অঙ্কিত করবে
বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া উড়িষ্যা থেকে পাটুরিয়া
উন্নয়নের জোয়ারে ভাসবে পূর্ব থেকে পশ্চিম,উত্তর থেকে দক্ষিন
তুমি হবে তোমার স্বপ্নের নতুন বাংলার-
কিংবদন্তি পিতা সমতুল্য অভিবাবক
আমরা আজীবন তোমার সন্তান হয়ে
তোমার আলোয়ে আলোকিত করবো নতুন বাংলার এই ভু-খন্ডকে
তোমার ঐতিহাসিক রূপ রেখার মধ্যে দিয়ে l


রচনাকাল ২৮ এপ্রিল ২০১৬ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
------------------------------------------------------------------------