আমি পতাকায় হারাই,
আমি পতাকা নিয়ে সারা বিশ্ব ঘুরে বেড়াই
আমি পতাকায় খুঁজি স্বপ্ন,
আমি পতাকা বুকে নিয়ে ঘুমের ঘরে মগ্ন
আমি পতাকার রঙে হয়েছি রঙিন
আমি পতাকার সঙ্গে গড়েছি প্রেমের সঙ্গিন
আমি পতাকায় দেখি আমার মায়ের মুখ
আমি পতাকায় পাই পৃথিবীর যত সুখ
আমি পতাকায় দিয়েছি জীবন আমার
আমি পতাকায় রেখেছি বিশ্বাস
আমি পতাকায় দেখি বাংলার জয়
আমি পতাকায় খুঁজি উচ্ছাস
আমি পতাকায় দেখি কৃষাণীর হাসি
আমি পতাকায় বাঁধি ঘর
আমি জীবন দিব পতাকার তরে পতাকা আমার স্বর
আমি পতাকা মাথায় বেধে ছুটে চলি মাঠে ঘাটে
আমি লাঙ্গল দিয়ে শস্য করি চাষ নিয়ে যাই হাটে
আমি পতাকা ভরা ধানের শিষে সবুজের লীলাভূমি
আমি পতাকা উড়াই খালে-বিলে
আমি গেয়ে যাই নৌকার জয়ধ্বনি
আমি পতাকায় সাজাই স্বাধীনতা
আমি পতাকায় আঁকি মানচিত্র
আমি পতাকায় দেখি একাত্তুর
আমি পতাকায় খুঁজি সবুজ শ্যামল বৈচিত্র
আমি পতাকায় পাই আ স ম রব,আরো আছে পল্লীবন্ধু
আমি পতাকায় দেখি শহীদ জিয়া,হেসে আছে বাংলার বঙ্গবন্ধু


রচনাকাল ০৯/০৫/২০১৬ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
-------------------------------------------------------