পতাকায় আমি আচ্ছন্ন,
পতাকা আমার ধ্যান l
পতাকা আমার লালিত স্বপ্ন,
পতাকা আমার জ্ঞান l
পতাকা হোক ভালবাসা,
পতাকায় হোক ঠাঁই l
পতাকার তরে জীবন দিয়েছে যারা,
তাদের শ্রদ্ধা জানাই l


লাল সবুজে খচিত পতাকা,
সস্তা কিছু নয় l
আমার মায়ের আহাজারি,
ইজ্জতের বিনিময় l
সেই পতাকা ব্যাবহারের,
নেইতো কোন বালাই l
এদের ধরে শাস্তি দিতে,
চল অভিযান চালাই l


যে পতাকার ভাঝে ভাঝে,
হারানো সুর কাঁদে l
যে পতাকা অর্জনে,
শূন্যে ঘর বাঁধে l
একা একা পথ চলা,
জীবন সাথী হারাই l
দম্ভ মোদের এই পতাকা,
আমি আমরা যারাই l


বিশ্ব জরিপে কি এমন হবে ?
পতাকা ধরি বাজি l
হৃদয় দিয়ে ধারণ কর,
এসো পতাকার রঙে সাজি l
প্রতিযোগিতা করে কি লাভ মোদের,
পতাকায় প্রেম জাগাই l
রাজাকার যদি থেকে থাকে,
এসো এ দেশ থেকে ভাগাই l


এই পতাকা বহন করে,
আমার পরিচয় l
পতাকা আমার একাত্তরে,
ছিনিয়ে আনা সঞ্চয় l
ত্রিশ লক্ষ শহীদ,দুই লক্ষ সম্ভ্রম,
আমি এই পতাকায় খুঁজে পাই l
রাজাকারের প্রেতাত্মাদের,
এই বাংলায় ঠাঁই নাই l


পতাকা আমার অহংকার,
পতাকা আমার দেশ l
পতাকা মায়ের অলংকার,
নেইতো কোন ক্লেশ l
আমি শয়নে স্বপনে পতাকা নিয়ে,
সারা বিশ্ব ঘুরে বেড়াই l
যারা পতাকা নিয়ে,
ব্যবসায় নামে চল তাদের তাড়াই l


রচনাকাল ১৩/০৮/২০১৮ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক l
———————————————————————————-