আমার সব কিছু তোমার ভাল লাগে তবে আমাকে কেন নয় ?
আমি তো আগেই বলেছি তোমার আমার বনিবনা কখনো হবেনা সুখময় !
তখন কেন শুনলেনা ? বার বার ধরেছো হাতে পায়ে,
বারণ করা সত্ত্বেও একটিবার সুযোগ চেয়েছো
হতে চেয়েছো ঘরের লক্ষী উঠতে চেয়েছো আমার নায়ে l
আজ তুমি আর তুমি নেই এই তুমি সেই তুমি না
যাকে আমি জানতাম বুঝতাম মনে প্রাণে খোজতাম
কেন জানি এই তোমাকে সেই তোমাতে মিলাতে পারিনা
প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে বিস্তর ফারাক লক্ষণীয়
এখন আর আগের মতো কান্না করোনা !
একাকী জীবনের সঙ্গী হাতড়ে বেড়াওনা !
শুধু মোহের পিছে দৌঁড়াও  আর স্বার্থের চোরাবালিতে নিজেকে সমর্পণ কর অবলীলায় !
তাই যদি হবে স্বার্থ সিদ্ধির পর কেটে পড়বে পাড়ি জমাবে দূর অজানায় ! তবে বাঁধলে কেন আমায় ভুল বাহানায় ? তাহলে কি ধরে নিবো প্রেম হচ্ছে স্বার্থ সিদ্ধির চরম অভিব্যক্তি ! ভালবাসা,মন,মানবিকতা অর্জিত সর্বস্ব খোয়ানো কিংবা পৌঁছে দেওয়া বিলুপ্তীর শেষ সীমানায় !


রচনাকাল ২৭/০৬/২০১৮ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক l
----------------------------------------------