সব ভালবাসা মিথ্যে শুধু মিছে অভিনয়
সব কথা মালা শুধু চলাকলা স্বার্থের সবিনয়
এই পৃথিবী শুধু স্বার্থের জালে বন্ধি
স্বার্থ যেখানে সন্ধি সেখানে
তোমার কি দোষ বল ?
তুমি তো আর অন্যদের চেয়ে আলাদা কিছু না
সবার মত মাটির তৈরী
তোমারও হাত আছে-
যে কাউকে স্পর্শ করতে পারো খুব সহজে
তোমারও পাও আছে-
যে খানে ইচ্ছে যেতে পারো সেই সেথায়
তোমারও চোখ আছে
যে কাউকে দেখতে পারো নিজের করে
তোমারও নাসিকা আছে
ঘ্রান নিতে পারো প্রিয় জনের
তোমারও কর্ণ আছে-
শুনতে পারো ভালবাসার শব্দ মালা
তোমারও মুখ আছে-
বলতে পারো অপেক্ষা করবো যতদিন তুমি চাও,
রাখা না রাখা সেই তোমার এখতিয়ার
তোমারও মন আছে-
যাকে খুশি তাকে আপন করে নিবার
সে খানে আমি কে বাঁধা দেওয়ার
তোমারও হৃদয় আছে-
হুট্ হাট করে যে কাউকে গ্রহণ করার ৷
তাই তো তুমি নারী,তুমি সব পারো !
একনিমিষে গড় আবার এক নিমিষে ভাঙো ৷
আমি নর তাই চেয়ে চেয়ে দেখি
আর চোখের জ্বলে নিজেকে বুঝাই,
যা হওয়ার তা হবেই শুধু মিছে মিছে কেঁদোনা
এতে করে বেড়ে যাবে হাহাকার,কষ্ট,যন্ত্রনা
নষ্ট হবে ইচ্ছেশক্তি বেঁচে থাকার মূল্যবান প্রেরণা ৷


রচনাকাল ২৫/০৬/২০১৭ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
----------------------------------------