সর্বত্র লাশের মিছিল,
নিষ্ঠুর উল্লাস ধ্বনির মাঝে মানুষের বসবাস
এক অস্থির ও অস্বস্তিকর পরিবেশের মধ্যে
বেড়ে উঠছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম l
যত সময় গড়িয়ে যাচ্ছে
আমরা হারাতে বসেছি বেঁচে থাকার স্পৃহা
অন্ধকারে তলিয়ে যাচ্ছে
নিরাপদে নির্ভিগ্নে নিঃশ্বাস নিয়ে-
বেঁচে থাকার আকাশ ছোঁয়া স্বপ্ন l
আজ আত্মরক্ষার কঠিন সংগ্রামে
আমাদের দিনলিপি।
মনুষ্য সমাজে অমানুষ ভরে গেছে,
মানবীয় বৈশিষ্ট্য হারিয়ে
নীতি নৈতিকতা ভুলে মনুষত্বহীন হয়ে
অমানবিকতার প্রতিযোগিতায় অহরহ লিপ্ত।
মানবীয় মহৎসত্তা বিকাশের পরিবর্তে
পাশবিকতার চরম ও কুরুচিপূর্ণ
দানবীয় উল্লাসে পরিবার,সমাজ সর্বপরি-
দেশের ভিত্তিমূল কেঁপে উঠছে।
প্রতিটি দিন,প্রতিটি মুহূর্ত পার করছি
এক-একটি দুঃসহ সংবাদের মধ্যদিয়ে।
অন্তর বিদীর্ণ করে কাঁপিয়ে তোলা
এক-একটি ঘটনা বা সংবাদ
আমাদের মনের আঙ্গিনায়
শুধু হতাশার আঁধার ছড়িয়ে দিচ্ছে।
হৃদয়ের জানালায় কোনো আশার আলো
ঝলকানি দেয় না,
সুপ্ত অন্তরে মঙ্গল কামনায় কল্যাণের কোনো বাণী
আশা সঞ্চার করেনা,
হৃদয় বীনার তারে সুখ পাখিরা হতাশা সরিয়ে
আশা জাগানিয়া গান সুর তোলে না।
সর্বত্র বুকভরা দুঃখ,কষ্ট
আর গভীর অমানিশার বেদনা
গানের পংক্তি হয়ে কর্ণ কুহরে বাঁজে।
মানবীয় সমাজে দানব রুপি মানুষের
আস্ফালন দিনকে দিন বেড়েই চলছে l
যে চারিত্রিক বৈশিষ্ট সৃষ্টি হবার কথা ছিলো
তার পরিবর্তে হিংস্র জানোয়ারের নোংরা-
নারকীয় উল্লাস ধ্বনি চারিদিকে দেখতে পাই।
আমাদের সমাজের পরতে-পরতে
শুনতে পাই শকুনের অট্টহাসি l
যে অট্টহাসিতে দেখতে পাচ্ছি
দেশ ও জাতি ধ্বংসের এক ভয়ংকর প্রলয় ধ্বনি।


রচনাকাল ০১/০৮/২০১৮ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক l
————————————————————————————