মা তুমি জনম দুঃখি মা,
আমায় ছেড়ে যেওনা।
তোমার মত পৃথিবীতে,
কাউকে দেখিনা-
আমি কাউকে দেখিনা।
তোমার স্নেহ ভালবাসা,
আমার প্রাণে আছে গাঁথা।
তুমি ছাড়া এই দুনিয়ায়,
কিছুই বুঝিনা-
আমি কিছুই বুঝিনা।


তুমি আছো হৃদয় জুড়ে,
আমার মনের সিংহাসনে।
একটু সময় না দেখিলে,
আমি ডাকি মা,মা বলে।
মন হয়ে যায় পাগল পারা,
দেয়না আমায় কেউতো সাড়া।
আমি তোমার তরে রবো মাগো,
তুমি ছাড়া এই দুনিয়ায়-
কিছুই খুঁজিনা,
আমি কিছুই খুঁজিনা।
মা তুমি জনম দুঃখি মা,
আমায় ছেড়ে যেওনা।
তোমার মত পৃথিবীতে,
কাউকে দেখিনা-
আমি কাউকে দেখিনা।


মা ডাক খানি এত মধুর,
ডাকতে ইচ্ছে করে।
মায়ের কন্ঠ যখনি গো,
আমার কানে বাজে।
একদিন না দেখে তোমায়,
ছিলাম নাতো আগে।
আমি পারিনা যে-
থাকিতে মা তোমায় ভুলিয়া।
তুমি ছাড়া পৃথিবীতে কিছুই জানিনা,
আমি কিছুই জানিনা।
মা তুমি জনম দুঃখি মা,
আমায় ছেড়ে যেওনা।
তোমার মত পৃথিবীতে,
কাউকে দেখিনা-
আমি কাউকে দেখিনা ।


..........................................