দেশ চলবে আপন গতিতে,
আইন চলবে তার নিজস্ব ভঙ্গিতে l
লাল রক্ত চক্ষু উপেক্ষিত হবে,
লাল নীল টেলিফোন ধরবোনা l
ক্ষমতার অপব্যবহার রোধ করা হবে,
কোন অন্যায় নির্দেশ মানবোনা l
হারানো গৌরব আসবে ফিরে,
একরাশ সৌরভ ছড়িয়ে l
সুন্দর আগামীর প্রত্যাশায়,
পল্লীবন্ধুর হাত ধরে আরেকবার !


নতুন প্রজন্ম পাবে ন্যায় বিচার,
রাজপথে নেমে দেখিয়েছে তারা-
দেশের পরতে পরতে চলছে,
ফাঁকিবাজি আর ব্যাভিচার l
আইন প্রণেতা আইন ভাঙ্গছে,
বিচারপতিরাও বিচারহীনতায় ভুগছে l
চারিদিকে চলছে গুঞ্জন,
জাতীয় পার্টি পারবে ফিরিয়ে আনতে-
জনতার দাবিকৃত সুশাসন l
পরিবর্তন আসছে পাল্টে যাবে দেশ !
যদি পাল্টাতে পারি দৃষ্টিভঙ্গি-
সুন্দর আগামীর প্রত্যাশায়,
পল্লীবন্ধুর হাত ধরে আরেকবার l


আশির দশকের বাস্তবতা,
আজও মানুষ ভুলেনি l
দেশ সেবায় শ্রেষ্ঠ উদাহরণ,
এতো দিন জনতা তুলেনি l
দুই সতীন কে ইচ্ছে মতো দেখেছে,
বাবা স্বামীর দোহাই দিয়ে-
শাসন কার্য তছনছ করেছে l
আপামর জনতা এবার বেঁকে বসেছে !
আর নয় আপদ আর নয় বিপদ-
সুন্দর আগামীর প্রত্যাশায়,
পল্লীবন্ধুর হাত ধরে আরেকবার l


রচনাকাল ০৬/০৯/২০০৮ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক l
——————————————————————————-