পূর্ণিমার মত  ঝল মল করে তোমার সমাধি,
যখন রাত গভীর হয়
তোমার আলো আমায় আলোকিত করে
একটি কবিতা রচনায় অনুপ্রেরণা যোগায়,
আমার চোখের ঘুম কেড়ে নিয়ে
বেদনার পংক্তি লিখতে এগিয়ে আসো
আমার সম্মুখ পানে,
আবার কখনো স্বপ্নে ভেসে উঠো তুমি
হে ত্যাগী নেতা,নিঃস্বার্থের প্রতীক,
তুমি আজ একটি বছর আমাদের মাঝে নেই,
কি ভাবে জানি তুমি হয়ে গেলে শুধুই অতীত l


তোমার স্মৃতি তোমার কর্মময় জীবন,
আমি প্রতিনিয়ত হাতড়ে বেড়াই I
আর অপলক দৃষ্টি দিয়ে
নিষ্পাপ নয়নে অবলোকন করি
হঠাৎ হঠাৎ আনমনে ঘুরে আসি
তোমার যত্নে গড়া রংপুরের পল্লী নিবাসে
যেখানে ঘুমিয়ে আছো
নিশ্চিন্তে আমাদের একা রেখে !


যমুনার তীরে আজ কেবল চর আর চর
দেখে মনে হয় শুকনো মরা নদী
তুমি নেই আজ তাই আমরা এতিম
কেঁদে চলছি নিরবধি
তোমার অপূর্ণতা কে ফুরাবে
হে প্রিয় নেতা জন্ম হয়েছি কি তার
এই বাংলায় জন্মাবে আর কবে
তোমার অপূর্ণতা বল কে ফুরাবে ?


আমি স্বপ্নে উপস্থিত হই তোমার সমাধির পাশে
অনেকের অশ্রুসিক্ত কান্না আমার চোখে পড়ে
আমি নির্বাক দাঁড়িয়ে রই স্তব্দ নয়নে
প্রতিবাদে হুঙ্কার তুলি  আমার লিখনিতে  
যারা আজ তোমার উত্তরসূরি
তারা কেবলই মুছে দিতে চেষ্টারত
তোমার রেখে যাওয়া পাহাড় সম স্মৃতি !


হাজারো বার কলম ধরেছি তোমার রেখে যাওয়া
চশমা খানা যত্ন করে রাখতে,
তারা কি শুনেছে  আমার কথা
না শুনেনি একটুও শুনেনি
আমার চিৎকার তাদের কর্ণ কুহুরে পৌঁছায়নি !


আমি বলেছি তোমার ব্যবহারিত চেয়ার,টেবিল
তোমার স্মৃতি বিজড়িত সমস্ত কিছু
যেন অবহেলিত না থাকে
কিন্তু কে শুনে কার কথা
তারাই এখন তোমার রাজ্যের রাজা মহারাজা
প্রিয় পল্লী পিতা তুমি স্বপ্নে এসো
তাদের নির্দেশ দিয়ে যাও
তোমাকে যেন  বাঁচিয়ে রাখে
নিয়ে যায় প্রজন্ম থেকে প্রজন্মের দোর গোড়ায় !


রচনাকাল ১৪ জুলাই ২০২০ ইং
ব্রুকলিন, নিউ ইয়র্ক
----------------------------------------------
বিঃ দ্রঃ- কবিতাটি  উৎসর্গ  করা হলো সাবেক প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে