নারী সেই দিন তুমি উল্লসিত ছিলে,
আজ কেন তোমার বদন খানি এসিডে পোড়া দগ্ধ ?
কেন তোমার চিৎকারে বাংলার অলি গলিতে-
মিছিল,সমাবেশ,মানববন্দন ক্রন্দনরত ?
প্রশ্ন তোমার কাছে সেই দিন তুমি কেমন ছিলে ?
নব্বই পরবর্তী সময়ে কি এমন হলো
তোমার বিজয় চিহ্নিত হাত
আজ আর স্বপ্নেও দেখা মিলেনা !
শুধু চিৎকার শুনতে পাই
মায়ের মুখে ছেলে হারানোর চিৎকার
বোনের মুখে সম্ভ্রম কিংবা স্বামী হারা আর্তনাদ
নারী কেঁদোনা ইহাই তোমার চাওয়া ছিল
বলতে পারো আজকের সংগঠিত সমস্ত অপরাধ
তোমার আন্দোলনের ফসল !
যত দিন পুরুষ দ্বারা নারীনিগ্রহ,
উত্ত্যক্ত,ধর্ষণ হবেনা বন্ধ ৷
সেই দিনের বেহায়া,নির্লজ্জ হাসির জন্য
তোমরা খাবে গাল মন্দ ৷


বিজয় চিহ্নিত হাসি কিসের অভাবে ম্লান ?
কোন ঝড়ে তুমি দিতে গেলে প্রাণ ?
কার অত্যাচারে তুমি জ্বলসে গেলে ?
কার হিংস্র থাবায় তুমি সম্ভ্রম হারালে ?
কার হুংকারে তুমি বিচার নাহি পেলে ?
কার চত্র ছায়ায় তাদের মুক্তি মিলে ?
তুমি ও তাহা ভালো করে জানো,
শুধু বলতে পারোনা আজ বুক ফুটে !
কোথায় হারালো তোমার মুখ ভরা হাসি ?
কোথায় গিয়ে থমকে গেলো তোমার আনন্দ ?
নারী সেই দিন তুমি উল্লসিত ছিলে,
আজ কেন তোমার বদন খানি এসিডে পোড়া দগ্ধ ?


আজ চিৎকারে ভারী হয়ে উঠে,
আকাশ বাতাস জনপদ !
মায়ের ছেলে বীরের বেশে বাহিরে গেলে,
লাশ হয়ে ফিরে,রক্তাক্ত হয় রাজপথ !
কোথায় নূর হোসেন আর কোথায় মিলন ?
কোথায় শুয়ে রয়েছো চুপচাপ ?
জানি আজ তোমরা সবাই নির্বাক-
কথা বলতে পারবেনা,
শুধু দিয়ে যাও ওদের অভিশাপ ৷
যারা তোমাদের জীবন কেড়ে নিয়েছে,
গণতন্ত্রের খোলসে বাঁধিয়েছে তীব্র দ্বন্ধ !
এতিম হয়েছে তোমাদের পরিবার,
হারিয়েছে বেঁচে থাকার সাবলীল ছন্দ ৷
নারী সেই দিন তুমি উল্লসিত ছিলে,
আজ কেন তোমার বদন খানি এসিডে পোড়া দগ্ধ ?


রচনাকাল ০৫/১২/২০১৭ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
--------------------------------------------
বিঃ দ্রঃ- ৬ই ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আমার লেখা কবিতাটি উৎসর্গ করলাম ৷