কবির চিন্তা চেতনা দর্শণ
                   কবিতায় বাস্তব প্রতিফলন,
কবির ভাবনা ভাষা ছন্দপ্রকৃতি
শব্দের ঝংকার ছড়ায় কবিতার জ্যোতি।
কবি সৃষ্টি করে সম্ভাবনার
স্মৃতির ক্যানভাস বাস্তবে আনে ভাবনায়,
কবির নবধারা অনুপ্রেরণা,
                              জাগায় জীবনবোধ,
শব্দশৈলী সংস্কৃতির বন্ধনে
                      সমৃদ্ধি করে জীবনবোধ।
কবির মৌলিক বিশ্বাস কবিতায়
                                          একাগ্রতায়,
নিরবে নিঃসংকোচে জাতীয়তাবোধের
                                   প্রেরণা জোগায়।
দীপ্তমান বীরের মতো লিখে চলে
                              সত্যের কবিতাখানি,
গতিময় আলোর দুরন্ত সে
               শব্দের ঝংকার কবিতার ধ্বনি।
            (১৯ জুন ২০২০)