আবিষ্কার ও আবিষ্কারক ( শেষ অংশ)
                  এম. মাহবুব মুকুল


কলেরা জীবানুর আবিষ্কারক রবার্ট্ কচ,
প্লামেডিয়াসের আবিষ্কারক রোনাল্ড রস।
স্যার আলেকজান্ডার ফ্লেমিং দিল পেনিসিলিন,
ডায়বেটিস চিকিৎসায় জগতে বেণ্টিং দিল ইনসুলিন।
কোষ আবিষ্কার করেন ১৬৬৫ সালে রবার্ট্ হুক,
ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রমাণ করেণ লিউয়েন হুক।
অ্যরিস্টটল ছিলেন জীব ও প্রাণিবিজ্ঞানের জনক,
কেরোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণের প্রবর্ত্ ক।
চিকিৎসায়, হার্ভে রক্ত সঞ্চালনের নির্ভুল বিবরণ দেন,
জনসেন ভ্রাতৃত্বদ্বয় মাইক্রোস্কোপ তৈরি করেন।
“ব্যক্তি জীন জাতি জীনের পুনরাবৃত্তি করে”
১৮৬৮ সালে ভাইজম্যান তা উত্থাপন  করে ।
হিপোক্রেটিস সে যুগের বিখ্যাত চিকিৎসক,
ভেসালিন আধুনিক শব-ব্যবচ্ছেদের প্রবর্ত ক ।
ফাদার অব মডার্ণ্ সাইন্স বলা হয় ইবনে সিনাকে,
সর্ব্ বিদ্যায় পারদশী তবে অধিক দক্ষ চিকিৎসায় যে।
বংশগতি বিদ্যার জনক মেণ্ডেল আর অংকতে আর্কিমিডিস,
ডাঃ ওয়েজ হাত ধোয়ার প্রবর্ত্ ক, মেডিসিনে যে হিপোক্রেটিস।
জলাতঙ্ক তথা জীবাণু তত্ত্বের আবিষ্কারক লুই পাস্তুর,
এণ্টিসেপটিকের জনক ইংল্যাণ্ডের জোসেফ লিস্টার।
হাইড্রোজেন বোমায় উদ্ভাবক অ্যাডওয়ার্ড্ টেলর,
পারমাণবিক বোমার জনক যে ওপেন হেইমার।
ওয়ার্ড্ ওয়াইড ওয়েব তথ্য আদান প্রদান দিল টিম বরনার  লি,
ইণ্টরনেট সে তো যুগান্তকারি বিপ্লব তা দিল ভিণ্টন গ্রে কার্ফ্ ।
ই-মেইল বাতাসের বার্ত্ায় রে টমলিনসনের অবদান।
জ্যোতিসবিদ্যা আর গতিবিদ্যায় গ্যালিলিও পেল সম্মান
বিজ্ঞানী জগদীশ চন্দ্রবসু বাংলার কৃতি সন্তান।
যুগে যুগে বিজ্ঞান, জীবজগতে জাগায় প্রাণ।