আবিষ্কার ও আবিষ্কারক (২য় অংশ)
                     এম. মাহবুব মুকুল


বারোটি মৌলের আবিষ্কারক হামফ্রেডেভী,
দু’বার নোবেল বিজয়ী মাদাম কুরি মেরি।
তাঁর আবিষ্কার মৌল দু’টি পেলোনিয়াম ও রেডিয়াম,
সপ্তম আশ্চার্যের অন্যতম একটি হলো রেডিয়াম।
জৈব রসায়নের জনক বিজ্ঞানী ফ্রেডারি উইলার,
মোটর সাইকেলের আবিষ্কারক জার্মানির ডেইসলার।
ডাল্টন ছিলেন খ্যাতনামা ইংরেজ রসায়ন বিজ্ঞানী,
পরমাণু গবেষণায় তাঁর প্রকাশিত গ্রন্থ “এ্যাটোমিক থিওরি”।
তাঁর পর্য্ বেক্ষণ গুলো অপরিচিত বলে বিবেচিত,
বাজেলিয়াসের সকল থিওরি ভুল বলে প্রমাণিত।
ল্যাভয়েসিয়ে বিশ্ববাসীকে দিলেন মেট্রিক পদ্ধতি,
পৃথকভাবে O2 আবিষ্কার করেন শীলে ও প্রিস্টলি।
মহামতি জাবের ইবনে হাইয়ান রসায়নের নিউটন,
ক্যালিফোনিয়া ধাতু সবচেয়ে বেশী মূল্যবান,
হেনরি বেকরেল বিজ্ঞান জগতে দিল তেজস্ক্রিয়,
রোলাই ও রামজের আবিষ্কার মৌল ছয়টি নিস্ক্রিয়।