মম দীর্ঘশ্বাস ছাড়ি আজ এ অবেলায়!
কালেরচক্রে পরিচয়হীন নিথর নিরালয়।
দূর অজানায়, স্বদেশভূমে সবুজ উপত্যকায়;
সময়ে অসময়ে ক্ষয়ে ক্ষয়ে বেদনা দেয়।
আমার হৃদয়ে শিশির সম, তবু অবারিত
নির্মল আলো ভালোবেসেছি কত।
মম দীর্ঘ স্বস্তির আশায়!
স্বজন স্বদেশের ভালোবাসায়।
হৃদয় কাঁদে, অশ্রু ঝরে মম;
ভালোবাসি মাতৃভূমি সম।
দুঃখি হৃদয়ের বেদনা, মন্ত্রমুগ্ধ নয়নে চেয়ে থাকি!
বৃষ্টিঝরা বিকেলের অদ্ভুত সৌরভে দেখি।
কিংবা বিস্মৃতির জ্যোৎস্নাস্নাত মধ্য রজনীতে,
মম দীর্ঘশ্বাস ছাড়ি নব্য ঘাতকের অপমানে স্বদেশভূমিতে।
জীবন্ত দেশপ্রমের সংঘাত অনিঃশেষ সংলাপে,
ব্যক্ত-অব্যক্ত বেদনা বাড়ে কুচক্রীর বিলাপে।
মম হৃদয় সংশয়ে জাগি অভিযাত্রায়,
পরিচয়হীন স্মৃতিস্তম্ভের স্বাধীন উপত্যকায়।