মৃত্যুর ভাঁজে ভাঁজে স্তব্ধতার দীর্ঘশ্বাস!
             শতাব্দীর ধু ধু কালবেলায়।
সভ্যতার নগ্ন সম্ভ্রমে
          অসংকোচে চলি
                বোধি বৃক্ষের শূন্যতায়!
গ্লানি আর বিফলতায় ধুঁকে ধুঁকেে
              এক নব্য অচেনা মানুষ।
আদি বাসভূমি ভুলে সচিত্র আন্দাজে
পুরাতণ ভুলে কৃত্রিম ছায়ায় একাকার
                    দৃষ্টিসীমার অদূরে!
দুঃখের সাগরে ডুবসাঁতারে চলি
    বহুদূরে,
        আদি বাসভূমে।